AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh on Suvendu: নিজামে কার মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু? ফের বিস্ফোরক কুণাল

Bengal Politics: কুণাল ঘোষের দাবি, শুভেন্দুর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা ভুল প্রমাণ করতে হবে। মানহানির মামলার চিঠি কেন এখনও আসছে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

Kunal Ghosh on Suvendu: নিজামে কার মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু? ফের বিস্ফোরক কুণাল
শুভেন্দু প্রসঙ্গে বিস্ফোরক কুণাল
| Edited By: | Updated on: Sep 06, 2022 | 5:31 PM
Share

কলকাতা : কয়লা কেলেঙ্কারির অভিযুক্তদের সঙ্গে যোগ রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ফের একবার বিস্ফোরক দাবি সামনে আনল তৃণমূল। নিজাম প্যালেসে কয়লা-কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হয়েছে বলে দাবি করলেন তৃণমূলের রাজ্য সধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর দাবি, তৃণমূলের এই সব অভিযোগ মিথ্যা হলে মানহানির মামলা করুন শুভেন্দু, আদালতে গিয়ে প্রমাণ দিতে প্রস্তুত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ দাবি করেন, ২০২১ সালের ২১ ও ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা থেকে ৭ টার মধ্যে নিজাম প্যালেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয়েছে বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয়ের। সেই আত্মীয় বর্তমানে কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন বলেও দাবি করেছেন তিনি। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আরও জানান, তাঁরা গোয়েন্দা সংস্থাকে বলবেন ওই দু দিন শুভেন্দু ও বিনয় মিশ্রের ওই ‘ঘনিষ্ঠ আত্মীয়ে’র টাওয়ার লোকেশন কোথায় ছিল তা দেখতে।

উল্লেখ্য, কয়লা পাচারের মামলায় অভিযুক্ত বিনয় মিশ্র পলাতক। তাঁর ভাই বিকাশ মিশ্র রয়েছেন গোয়েন্দা সংস্থার হেফাজতে। যদিও এ দিন বিকাশের নাম নেননি কুণাল ঘোষ।

কয়লা পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দুবার দিল্লিতে ও সম্প্রতি কলকাতায় ইডি অফিসে হাজিরাও দিয়েছিলেন তিনি। এরপর অভিষেকে দাবি ঘিরেই নতুন শুরু হয়েছে শাসক-বিরোধী চাপান-উতোর।

সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার পর বাইরে বেরিয়ে অভিষের দাবি করেছিলেন, আট মাস আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা হয়েছে বিনয় মিশ্রের। সেই অডিয়ো টেপ আদালতে দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন অভিষেক। মঙ্গলবার কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, অভিষেক এমন অভিযোগ করার পরও কেন শুভেন্দু অধিকারী কোনও মানহানির মামলা করলেন না?

কুণালের দাবি, মানহানির মামলা করাল হলেই অডিয়ো টেপ আদালতে পেশ করবেন অভিষেক। তারপর সেই টেপের ফরেনসিক তদন্তও চাওয়া হবে। কুণালের তোপ, শুভেন্দু যতক্ষণ পর্যন্ত না মামলা করছেন, ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে অভিযোগটা আদতে সত্যি।

কুণাল শুভেন্দু সম্পর্কে এই নয়া অভিযোগ সামনে আনার পর রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা জানান, শুভেন্দু অধিকারী খোলা মাঠে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেছেন, টেপ থাকলে তা যেন প্রকাশ করা হয়। টেপ কোথায় গেল? সেই প্রশ্নই তুলেছেন রাহুল। তাঁর দাবি, হয় টেপ প্রকাশ করুন, নাহলে ক্ষমা চাইতে হবে অভিষেককে।