Kunal Ghosh On Mamata Banerjee’s Flight: কেন্দ্রের রিপোর্টে সবক’টি বিষয়ের উল্লেখ থাকা প্রয়োজন, মমতার বিমান বিভ্রাট নিয়ে আদালতের নির্দেশের প্রেক্ষিতে কুণাল

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 21, 2022 | 4:13 PM

Kunal Ghosh On Mamata Banerjee's Flight: প্রসঙ্গত, ৪ মার্চ বারণসী থেকে ফেরার পথে মমতার বিমানে বিপত্তি হয়। বিমান আট হাজার ফুট থেকে নীচে নেমে যায়। বিমান বিভ্রাট নিয়ে একাধিক প্রশ্নও ওঠে।

Kunal Ghosh On Mamata Banerjees Flight: কেন্দ্রের রিপোর্টে সবকটি বিষয়ের উল্লেখ থাকা প্রয়োজন, মমতার বিমান বিভ্রাট নিয়ে আদালতের নির্দেশের প্রেক্ষিতে কুণাল
মমতার বিমান বিভ্রাট নিয়ে মন্তব্য কুণালের

Follow Us

কলকাতা: “প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীর বিমান বিভাগ নিয়ে যে নির্দেশ দিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথোপযুক্ত। আমরা তো দীর্ঘদিন ধরে বলেই যাচ্ছিলাম বিষয়টি সন্দেহজনক।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান বিভ্রাট নিয়ে মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “আমরা চাই প্রধান বিচারপতির কাছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক যে রিপোর্ট জমা দেবে, তাতে যেন প্রতিটি বিষয় নিখুঁতভাবে উল্লেখ করা থাকে। তথ্যভিত্তিক হয় এবং যথোপযুক্ত ভাবেই যেন সে রিপোর্ট পেশ করা হয়। কোনভাবেই যেন সেই রিপোর্ট প্রভাবিত না হয়ে থাকে।”

প্রসঙ্গত, ৪ মার্চ বারণসী থেকে ফেরার পথে মমতার বিমানে বিপত্তি হয়। বিমান আট হাজার ফুট থেকে নীচে নেমে যায়। বিমান বিভ্রাট নিয়ে একাধিক প্রশ্নও ওঠে। কলকাতায় নেমে তিনি অসন্তোষ প্রকাশ করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বক্তব্য, আবহাওয়ার কারণে দুর্ঘটনা নয়। আবহাওয়া খারাপ ছিল না। সামনে অন্য বিমান এসে পড়াতেই বিভ্রাট। ১০ সেকেন্ডের মধ্যেই পাইলট গোটা বিষয়টি সামলে নিয়েছেন। ৮ হাজার ফিট নীচে নামতে হয়েছিল বিমানটিকে। যার ফলে কোমরে চোট পান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত,২০১৬ সালেও একইভাবে বিভ্রাটের মুখে পড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান।

বিষয়টি অভিযোগ আকারে রাজ্য প্রশাসন কলকাতা বিমানবন্দরের অধিকর্তা সি পট্টাভিকে চিঠি করা হয়। এরপরই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক কলকাতা বিমানবন্দরকে বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দেয়। এরই মধ্যে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারী বিপ্লব চৌধুরীর বক্তব্য ছিল, পরপর দু’বার এই ধরনের ঘটনা কি আদৌ নিছকই আকস্মিক, নাকি কোনও ষড়যন্ত্র রয়েছে, তা তদন্ত করে দেখা হোক। পাশাপাশি মামলাকারীর আর্জি, ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) জানাক, মুখ্যমন্ত্রীর সফরের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়।

মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে কী ব্যবস্থা করা হয়, তা নিয়ে কেন্দ্রকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগামী ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি। সেখানে তথ্য দেবে রাজ্যও।

আরও পড়ুন: Calcutta High Court: মমতার বিমান বিভ্রাট মামলায় এবার কেন্দ্রের কাছে রিপোর্ট তলব, দু’ সপ্তাহের মধ্যে জানাতে হবে বক্তব্য

Next Article
School Uniform: স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগো কেন? হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
School Teacher case in High Court: ‘পৌরুষত্বের আস্ফালনের’ শিকার শিক্ষিকা! প্রধান শিক্ষককে বরখাস্ত করার হুঁশিয়ারি আদালতের