কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে। সিবিআই-এর দাবি, তিনি নিয়োগ দুর্নীতিতি অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের কাছ থেকে ১৫ কোটি টাকা দাবি করেছেন। তবে কে এই জনৈক অভিষেক তার প্রকাশ করেননি এজেন্সি। এই নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।
এ দিন কুণাল বলেন, “আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। যাঁরা মামলার সঙ্গে জড়িয়ে তাঁদের আইনজীবীরা বলতে পারবেন। যে বিষয় আমি জানি না, দেখিনি সেই নিয়ে অনুমান ভিত্তিক কোনও মন্তব্য করব না।” অর্থাৎ গোটা বিষয়টিকে যে কুণাল এড়িয়েছেন তা মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ।
সম্প্রতি, সিবিআই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটের বারো নম্বর পাতার সতেরো দশমিক দশ পয়েন্টে বলা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রের বাড়িতে শান্তুনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষের বৈঠক হয়। সেখানে কুন্তলের নির্দেশে কথোপকথনের রেকর্ডিং করা হয়। সেই রেকর্ডিং হাতে আসে সিবিআই-এর। সেখানেই জনৈক অভিষেকের নাম উল্লেখ রয়েছে।
দিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু। তিনি বলেছেন, “আমার মক্কেল ইডি-সিবিআই তদন্তে সহযোগিতা করেছেন। এরপরও সিবিআই ভিত্তিহীন অভিযোগ করছে। মরিয়া হয়েই অভিষেকের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে সিবিআই।”