Kunal Ghosh Reaction : ‘এই ফলাফল লোকসভা ভোটে বিজেপিকে কোনও অক্সিজেন জোগাবে না,’ সান্ত্বনা কুণালের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 10, 2022 | 5:02 PM

Kunal Ghosh Reaction : পাঁচ রাজ্যের ফলাফল প্রকাশ আজ। এই ফলাফল প্রসঙ্গে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, "বিজেপিকে হারাতে একমাত্র তৃণমূলই পারে।"

Kunal Ghosh Reaction : এই ফলাফল লোকসভা ভোটে বিজেপিকে কোনও অক্সিজেন জোগাবে না, সান্ত্বনা কুণালের
(ছবি সৌজন্যে : ফেসবুক)

Follow Us

কলকাতা : পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল আজ। ইতিমধ্যে উত্তর প্রদেশে বিজেপির বিপুল জয় সামনে এসেছে। উত্তর প্রদেশে সপার হয়ে প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সপা ভোটে জিততে না পারলেও গতবারের নির্বাচনের তুলনায় আসন সংখ্যা অনেকটা বাড়িয়ে নিয়েছে। এখনও পর্যন্ত আসা গণনার ফলাফল অনুযায়ী অন্তত সেরকমই হিসেব পাওয়া গিয়েছে। এদিকে গোয়ায় প্রথমবারের জন্য খাতা খুলতে পেরেছে তৃণমূল কংগ্রেস। এদিনের পাঁচ রাজ্যের ফলাফল নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি এই বৈঠক থেকে বলেছেন যে আগামী লোকসভায় বিজেপিকে হারাতে বাংলা মডেল প্রয়োজন।

তৃণমূল নেতা বলেছেন, “উত্তর প্রদেশে বিজেপি জিতলেও অনেকটা আসন কমেছে তাঁদের। অখিলেশ খুব চেষ্টা করেছেন এবং ভালো লড়াই দিয়েছেন। কিন্তু বিজেপি কেন্দ্রে থাকার সুযোগ নিয়ে সমস্তরকম শক্তি দিয়ে বহুরকম কারচুপি সহ সর্বশক্তিতে চেষ্টা করেছে ক্ষমতায় থেকে যাওয়ার। এমনকি ইভিএম লুঠের অভিযোগও এসেছে (বিজেপির বিরুদ্ধে)।” তিনি আরও বলেছেন, “এই একই চেষ্টা ওরা বাংলাতেও করেছিল। বাংলায় সুবিধা করতে পারেনি। তৃণমূল কংগ্রেস বাংলায় ওদের পরাজিত করেছে। তবে উত্তর প্রদেশে অখিলেশরা এই কৌশলটা বুঝতে পারেননি।” বিজেপির এই ফলাফল আগামী লোকসভা ভোটে কোনও অক্সিজেন জোগাবে না বলেও মন্তব্য করেছেন তৃণমূল মুখপাত্র।

তৃণমূলের জয়গান গেয়ে তিনি বলেছেন, “আজকের নির্বাচন থেকে আরেকটা জিনিস খুব স্পষ্ট যে চোখে চোখ রেখে বিজেপিকে একমাত্র তৃণমূলই পারে হারাতে।” পঞ্জাবের নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ তুলে তিনি বলেছেন, “পঞ্জাবে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে।” গোয়ার ফলাফল প্রসঙ্গে কুণাল বলেছেন, “গোয়ায় আমরা সবেমাত্র পা রেখেছি। তাতে আমরা সন্তোষজনক একটা ছাপ দেখতে পেয়েছি। গোয়ায় অতি অল্প সময়ে তৃণমূলের কাছে মানুষের অস্তিত্ব বোঝানো সম্ভব হয়েছে।” কংগ্রেসের কটাক্ষ করে তিনি বলেছেন, “কংগ্রেসের উচিত নিজেদের আয়নার মুখ দেখা। কারণ কংগ্রেস যে নিজেদের মূল বিরোধী শক্তি বলে দাবি করে, সেই জায়গায় তারা নেই।”

আরও পড়ুন : Sukanta Majumdar On Election Result : ‘…এই গেরুয়া ঝড় থেকে বাদ পড়বে না বাংলাও’, অক্সিজেন পেয়ে প্রত্যয়ী সুকান্ত

Next Article