Kunal Ghosh: গোলাপি পাগড়ি পরে সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে রাম-নবমীর শোভাযাত্রায় হাঁটালেন কুণাল

TMC Leader Kunal Ghosh: এ দিন, ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শোভা যাত্রা বের হয়। সেখানে কুণাল সহ তৃণমূলের কাউন্সিলররা একে-একে জমায়েত শুরু করেন। শোভাযাত্রায় উপস্থিত হতে দেখা যায় একাধিক সংখ্যালঘু মানুষকেও।

Kunal Ghosh: গোলাপি পাগড়ি পরে সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে রাম-নবমীর শোভাযাত্রায় হাঁটালেন কুণাল
কুণাল ঘোষ, তৃণমূল নেতা Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 06, 2025 | 3:01 PM

কলকাতা: পরনে গোলাপি শার্ট-প্যান্ট। গলায় চেলি কাপড়। মাথায় গোলাপি পাগড়ি। রবিবার এই ‘লুকেই’ রাম-নবমীর শোভাযাত্রায় হাঁটালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দিলেন সম্প্রীতির বার্তা। প্রসঙ্গ তুললেন বেঙ্গল মডেলের। এমনকী কুণালের শোভাযাত্রায় হাঁটলেন একাধিক সংখ্যালঘু মানুষও। তাঁরাও বললেন, “হিন্দু-মুসলিম ভাই-ভাই।”

এ দিন, ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শোভা যাত্রা বের হয়। সেখানে কুণাল সহ তৃণমূলের কাউন্সিলররা একে-একে জমায়েত শুরু করেন। শোভাযাত্রায় উপস্থিত হতে দেখা যায় একাধিক সংখ্যালঘু মানুষকেও। এ দিনের শোভাযাত্রায় রাম-সীতা-হনুমান সাজিয়ে নিয়ে আসা হয়েছে। বাজানো হচ্ছে ঢাক। চলছে রামের গান। মিছিল শুরুর পূর্বেই কুণাল ঘোষ ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন।

কুণাল বলেন, “এটা সম্প্রীতির শোভাযাত্রা। মুসলমানদের পবিত্র ইদে আমরাও সামিল হয়েছি। রাম-নবমীর শোভাযাত্রায় মুসলমানরাও সামিল হচ্ছেন। ধর্মীয় শোভাযাত্রা সব ধর্মের আলাদা হতেই পারে। কিন্তু উৎসব সবার। এটাই বেঙ্গল মডেল। এটাই বাংলার সংস্কৃতি।” তৃণমূল নেতার পর শোভাযাত্রায় আগত এক সংখ্যালঘু ব্যক্তি বলেন, “রামনবমীর শুভেচ্ছা সকলকে। হিন্দু-মুসলিম ভাই-ভাই। এটাই তো বাংলা।”