AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IAS Nandini Chakraborty: রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে এবার নন্দিনী চক্রবর্তী

Home Secretary: আজ, ৩১ ডিসেম্বর মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদীর। কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিব পদের জন্য বি পি গোপালিকার নামে অনুমোদন মিলেছে। এদিনই দুপুর ২ টোর পর দায়িত্ব নিচ্ছেন গোপালিকা।

IAS Nandini Chakraborty: রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে এবার নন্দিনী চক্রবর্তী
মমতার সঙ্গে নন্দিনী চক্রবর্তী (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 31, 2023 | 8:35 PM
Share

কলকাতা: লোকসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল। সদ্য মুখ্যসচিব পদের জন্য বেছে নেওয়া হয়েছে বি এস গোপালিকাকে। এবার স্বরাষ্ট্র সচিব পদেও নতুন অফিসার বসতে চলেছেন। বি পি গোপালিকা মুখ্যসচিবের দায়িত্ব নেওয়ার পর তাঁর স্বরাষ্ট্র সচিব পদ ফাঁকা হয়ে যাবে। সেই পদে আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে। বর্তমানে পর্যটন দফতরের সচিব পদে রয়েছেন নন্দিনী। সেখান থেকে সরিয়ে স্বরাষ্ট্র সচিব পদে আনা হতে পারে তাঁকে। এই অফিসারকে নিয়ে অতীতে বিতর্ক হয়েছে বিভিন্ন সময়ে। রাজ্যপালের সচিব পদ থেকেও তাঁকে সরে যেতে হয়েছিল। তাঁকেই এবার গুরুদায়িত্ব দেওয়া হবে।

আজ, ৩১ ডিসেম্বর মুখ্যসচিব পদে মেয়াদ শেষ হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদীর। কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যসচিব পদের জন্য বি এস গোপালিকার নামে অনুমোদন মিলেছে। এদিনই দুপুর ২ টোর পর দায়িত্ব নিচ্ছেন গোপালিকা। এতদিন তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন। অন্যদিকে, মেয়াদ শেষ হওয়ার পর রাজ্যের আর্থিক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হবে হরিকৃষ্ণ দ্বিবেদীকে।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে প্রশাসনিক পদে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নন্দিনী চক্রবর্তী দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব সামলেছেন। সি ভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর নন্দিনী চক্রবর্তীকে বিতর্কের মুখে পড়তে হয়। তাঁকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলেও উল্লেখ করেন বিজেপি নেতারা। রাজ্যপাল নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যাহতিও দিয়ে দেন। দীর্ঘ জল্পনার পর নন্দিনীকে পদ থেকে সরানো হয়। পরে পর্যটন দফতরের দায়িত্ব পান তিনি।

তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে শিল্পোন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর, তথ্য-সংস্কৃতি দফতর, সুন্দরবন উন্নয়নের মতো একাধিক দফতরের দায়িত্ব সামলেছেন নন্দিনী।

তৃণমূল নেতা কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, “নন্দিনী চক্রবর্তী ঘরের মেয়ে, দক্ষ আইএএস। রাজ্যপাল এনাকে রাজভবন থেকে অপমানজনক ভাবে সরিয়েছেন। এবার কথায় কথায় ডাকুক স্বরাষ্ট্রসচিবকে, দেখার অপেক্ষায় রইলাম।”