Corona Situation: বাঁধ মানছে না করোনা সংক্রমণ! গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ১৪ জন, কলকাতাতেই ৪

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Nov 03, 2021 | 9:35 PM

Coronavirus in Bengal: গত ২৪ ঘণ্টার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৯ জন। রাজ্যে করোনা মৃত্যু হার এখন সেই ১.২ শতাংশেই দাঁড়িয়ে আছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের।

Corona Situation: বাঁধ মানছে না করোনা সংক্রমণ! গত ২৪ ঘণ্টায় প্রাণ হারালেন ১৪ জন, কলকাতাতেই ৪
দৈনিক সংক্রমণ হু হু করে বাড়ছে রাজ্যে (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: বাঁধ মানছে না রাজ্যের করোনা (Corona) সংক্রমণ। কলকাতায় সংক্রমণ হার সেই আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যাতেও প্রথমেই কলকাতা ও উত্তর ২৪ পরগনা। দুই জেলায় মারা গিয়েছেন ৪ জন করে মানুষ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৯ জন। যা গতকাল ছিল ৮৬২ জন। গত ২৪ ঘণ্টায় শুধু কলকাতায় আক্রান্তের সংখ্যাই ২৪৫ জন। একইসঙ্গে কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আক্রান্তের পরিসংখ্যানও চিন্তায় রাখছে প্রশাসনকে।

মঙ্গলবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯১৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭৯ জন। রাজ্যে করোনা মৃত্যু হার এখন সেই ১.২ শতাংশেই দাঁড়িয়ে আছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৪১ হা জা র ১৭টি নমুনা পরীক্ষা হয়েছে। রাজ্যের পজিটিভিটি রেট ২.২৪ শতাংশ।

এখন দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার– গতকাল করোনা আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার -০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার- ১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় ৪। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০,বুধবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১, বুধবার-২।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০, বুধবার-০।

অলংকরণ: অভীক দেবনাথ

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১, বুধবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-১, বুধবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-১, বুধবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-১।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার-০, বুধবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৯ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-২, বুধবার-০।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৮ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার-২, বুধবার-৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৫ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-০, বুধবার-১।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত- ২৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪০ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার-২, বুধবার-৪।

আরও পড়ুন: Jalpaiguri: এক সিরিঞ্জ দিয়ে একাধিক ব্যক্তির কোভিড টিকাকরণ! ভয়ঙ্কর অভিযোগ উঠল জলপাইগুড়িতে 

Next Article