Suvendu Adhikari: গোটা বিজ্ঞপ্তিটাই ভুল, জেনে ভুল করেছেন: শুভেন্দু

Suvendu Adhikari: এবারের নিয়োগ বিধিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, এবার লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। ২০১৬ সালে যা ছিল ৫৫ নম্বর। ২০১৬ সালে শিক্ষাগত যোগ্যতার জন্য ৩৫ নম্বর ছিল। এবার তা ১০ নম্বর। ২০২৫ সালের নিয়োগ বিধিতে জানানো হয়েছে, শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য ১০ নম্বর রাখা হয়েছে। লেকচার ডেমোস্ট্রেশনের জন্য ১০ নম্বর রয়েছে।

Suvendu Adhikari: গোটা বিজ্ঞপ্তিটাই ভুল, জেনে ভুল করেছেন: শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 30, 2025 | 8:20 PM

কলকাতা: নতুন করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ বিধিতে একাধিক বদল করা হয়েছে। আর নিয়োগ বিধিতে বদল নিয়ে বিতর্ক বেধেছে। এবার এই নিয়ে মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করলেন তিনি। তাঁর দাবি, জেনেবুঝে বিজ্ঞপ্তিতে ভুল করা হয়েছে।

এবারের নিয়োগ বিধিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, এবার লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। ২০১৬ সালে যা ছিল ৫৫ নম্বর। ২০১৬ সালে শিক্ষাগত যোগ্যতার জন্য ৩৫ নম্বর ছিল। এবার তা ১০ নম্বর। ২০২৫ সালের নিয়োগ বিধিতে জানানো হয়েছে, শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতার জন্য ১০ নম্বর রাখা হয়েছে। লেকচার ডেমোস্ট্রেশনের জন্য ১০ নম্বর রয়েছে। এই দুটো ক্ষেত্রে কোনও নম্বর ২০১৬ সালে ছিল না। নতুন নিয়োগ বিধি নিয়ে আইনজীবী তথা প্রবীণ বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলছেন, ২০১৬ সালের নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নিলেই তা বাতিল হবে। এবার একই সুর শোনা গেল শুভেন্দুর গলায়।

শাসকদল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, “গোটা বিজ্ঞপ্তিটাই ভুল। এবং জেনে ভুল করেছেন। সিদ্ধার্থ মজুমদারকে (এসএসসি চেয়ারম্যান) ঘরে ঢুকিয়ে এবং ব্রাত্য বসু (শিক্ষামন্ত্রী) ও বিনোদ কুমারকে (শিক্ষাসচিব) ফ্রিজে ঢুকিয়ে নিজে এটা করেছেন। কোর্ট হবে। এবং কোর্ট বেআইনি কাজে বাধা দেবে। তখন উনি বলবেন, এই তো করতে গিয়েছিলাম। কোর্ট আটকে দিয়েছে। আর সুপ্রিম কোর্টে বলবেন, কোর্ট হয়েছে। আর একটু সময় দিন। যেভাবে হোক পার করতে হবে এপ্রিল মাসটা।”