Suvendu Adhikari: আনন্দপুরে কেন যাননি? কারণ জানালেন শুভেন্দু

Suvendu on Anandapur: সরকারের তীব্র সমালোচনা করে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “আমরা মনে করি ওই এলাকায় এই দুর্ঘটনার পিছনে দুর্নীতি আছে, স্থানীয় বিধায়ক, থানা, পৌরসভা এবং অবৈধ কারখানার মালিকের যোগসাজসে জলাজমি ভরিয়ে সম্পূর্ণ বেআইনি পরিকাঠামো তৈরি করা হয়েছিল। একাধিক দুর্ঘটনা গত কয়েক বছরে ঘটার পরেও এই সরকার, অগ্নিনির্বাপণ দফতর কোনও শিক্ষা নেয়নি।”

Suvendu Adhikari: আনন্দপুরে কেন যাননি? কারণ জানালেন শুভেন্দু
শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।Image Credit source: X

| Edited By: জয়দীপ দাস

Jan 28, 2026 | 2:04 PM

কলকাতা: বেড়েই চলেছে মৃতের সংখ্যা। থানাতেও দীর্ঘ হয়েছে মিসিং ডায়েরির লিস্ট। আনন্দপুরের কারখানায় ওই ভয়াবহ ঘটনার পরেও এলাকায় যেতে দেখা যায়নি দমকল মন্ত্রী সুজিত বসুকে। যদিও প্রায় ৩০ ঘণ্টার বেশি সময় পরে তিনি এলাকায় যান। তবে এখনও এলাকায় যাননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও কেন যাননি আগেও তার ব্যখ্যা দিয়েছিলেন। এদিন ফের সাংবাদিক বৈঠকে সেই প্রসঙ্গ তুললেন। তবে একইসঙ্গে গোটা ঘটনার জন্য রাজ্য সরকারের তুলোধনা করে বিচার বিভাগীয় তদন্তের দাবি তুললেন। 

সরকারের তীব্র সমালোচনা করে দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু বলেন, “আমরা মনে করি ওই এলাকায় এই দুর্ঘটনার পিছনে দুর্নীতি আছে, স্থানীয় বিধায়ক, থানা, পৌরসভা এবং অবৈধ কারখানার মালিকের যোগসাজসে জলাজমি ভরিয়ে সম্পূর্ণ বেআইনি পরিকাঠামো তৈরি করা হয়েছিল। একাধিক দুর্ঘটনা গত কয়েক বছরে ঘটার পরেও এই সরকার, অগ্নিনির্বাপণ দফতর কোনও শিক্ষা নেয়নি।” এরপরই সরাসরি সুজিত বসুর পদত্যাগ দাবি করে শুভেন্দু বলেন, “আমরা দমকল মন্ত্রীর পদত্য়াগ দাবি করছি। এই সম্পূর্ণ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এতে কর্পোরেশন, নরেন্দ্রপুর থানা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় তৃণমূলের বিধায়ক, শাসক ঘনিষ্ঠরা যুক্ত বলে আমরা মনে করি।”

এদিনের বৈঠক থেকেই বৃহস্পতিবারের কর্মসূচিরও ঘোষণা করে দেন শুভেন্দু। কেন এতদিন যাননি তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে ২০ সদস্য দল ওই এলাকায় যাবে। আমরা দু’দিন পর যাচ্ছি কারণ, যাঁরা দগ্ধ হয়ে মারা গিয়েছেন তাঁদের যথাযথ দেহ উদ্ধারের কাজ হোক। ফায়ার ব্রিগেড, ফরেন্সিক, পুলিশ, উদ্ধারকারীদের কাজে যেন কোনও বাধা না আসে তাই আমরা বড় দল নিয়ে যাইনি। কেবল মাত্র অশোক দিন্দা সহ এই এলাকায় আমাদের দলের নেতৃত্বরা সহযোগিতার কাজ করেছেন। আগামীকালই পরিদর্শনের পরে আমরা একটা প্রতিবাদ মিছিল করব। নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। তারপরেও ওরা ব্যবস্থা না নিলে নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়া দরকার, দরকার হলে সচিবালয়ের সামনে গিয়ে হলেও বৃহত্তর ধরনা অবস্থা করতে হলে বিজেপি সেটা করবে।”