AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

লক্ষ্য ব্রিগেড, রাস্তাতেই লাল ঝাণ্ডা খুলে ফেললেন ‘কমরেড’রা! কেন?

বাম-কংগ্রেসের যৌথ ব্রিগেডে (Left Congress Brigade 2021) শহর আজ ঢেকেছে লাল ঝাণ্ডার মেলা। কিন্তু সেই পতাকাও খুলতে হল আজ। কেন?

লক্ষ্য ব্রিগেড, রাস্তাতেই লাল ঝাণ্ডা খুলে ফেললেন 'কমরেড'রা! কেন?
নিজস্ব চিত্র
| Updated on: Feb 28, 2021 | 1:24 PM
Share

কলকাতা: আজ বামেদের ব্রিগেড। কাস্তে হাতুড়ির যৌথ সমাবেশে (Left Congress Brigade 2021) আজ থাকছেন আব্বাস সিদ্দিকিও। শহর আজ ঢেকেছে লাল ঝান্ডার মেলায়। কিন্তু সেই পতাকাও খুলতে হল আজ। কেন?

এবারের ব্রিগেডে থাকছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।অশক্ত শরীরে গরহাজির তিনি। তাঁকে ‘মিস’ করছে ব্রিগেড। কিন্তু রয়েছে সেই পুরনো আবেগই। তবে রক্ষণশীলতার ‘বেড়ি’মুক্ত এদিনের ব্রিগেড, বলছেন বিশ্লেষকরাই। আজ শহর জুড়ে কাস্তে হাতুড়ির মেলা। মাঝে মধ্যে দেখা যাচ্ছে হাত পতাকাও। পুলিশের গার্ড রেলেও দেখা যায় লাল পতাকা। কিন্তু পুলিশের চোখে পড়ে সে বিষয়। খবর যায় নির্বাচন কমিশনেও।

Left Congress Brigade 2021

ঝান্ডা খুলে ফেলছেন দলীয় কর্মী সমর্থকরা

এ দিকে গত শুক্রবারই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। লাগু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি।

আরও পড়ুন: Brigade LIVE: একুশের লক্ষ্যে আঠাশে ‘ঐতিহাসিক’ ব্রিগেড বামেদের, প্রথমবার দোসর কংগ্রেস, অভিষেক আব্বাসের

সেক্ষেত্রে সরকারি সম্পত্তিতে কোনও রাজনৈতিক দলের পতাকা লাগানো নির্বাচনী বিধি লঙ্ঘিত করে। ফলে নির্বাচন কমিশনের নির্দেশেই খুলে দলীয় কর্মী সমর্থকরা ফেলতে বাধ্য হন পতাকা।