কলকাতা : এই মুহূর্তে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপ আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। ১১ নভেম্বর অর্থাৎ আগামিকাল সকালে তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হবে এই নিম্নচাপ। এই নিম্নচাপ যত তামিলনাড়ুর দিকে এগোবে, আমাদের রাজ্যের উপর তত জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে। এর ফলে ১৩ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে এবং কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
এর পাশাপাশি ১৩ ও ১৪ নভেম্বরও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৫ নভেম্বরও সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ১২ নভেম্বরের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে বলে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে। বিশেষ করে আগামী তিন থেকে চারদিন রাতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা কমলেও আগামী তিন-চার দিন তাপমাত্রা বাড়বে, যার ফলে আগামী তিন-চার দিন ঠান্ডার প্রভাব অনেকটাই কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার এবং রবিবার হালকা বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। সোমবার থেকে আবার তাপমাত্রা একটু একটু করে কমবে। তবে জাঁকিয়ে শীত আসতে আমাদের ১৫ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামানের ওপরে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যেটি ১১ অক্টোবর, বৃহস্পতিবার সুস্পষ্ট নিম্নচাপের পরিণত হবে। তাই তামিলনাড়ু উপকূলে বৃষ্টি হবে। বাংলার উপকূলবর্তী জেলাগুলো যেমন দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টি হবে। জলীয়বাষ্প বেশি থাকার কারণে গরমের অস্বস্তি থাকবে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগবে। সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে পূবালি হাওয়ায় প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শেষ দিকে।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে। এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে পূর্ব মধ্য আরব সাগরের দিকে যাবে। এটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। এছাড়াও দুটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে এবং ঘূর্ণাবর্ত রয়েছে মহারাষ্ট্র উপকূলে।