
কলকাতা: প্রাণের উৎসবে মেতেছে বাঙালি। দুর্গাপুজোর ক’টা দিন মানেই আনন্দ, আড্ডা আর উদ্যাপনের জোয়ার। প্যান্ডেল হপিং থেকে শুরু করে বন্ধুদের সঙ্গে দেদার খাওয়াদাওয়া, সবই চলছে পুরোদমে। অন্যদিকে সুরাপ্রেমীদের মনেও খুশির জোয়ার। মহালয়ার পর থেকেই মদের দোকানগুলিতে লম্বা লাইন। এদিকে আগে অষ্টমীতে গোটা দিন বন্ধ থাকত মদের দোকান। একইসঙ্গে বিজয়া দশমীতে বিকেল পাঁচটার পর বন্ধ রাখতে হত দোকান। কিন্তু ২০১৬ সাল থেকে সেই নিয়ম পুরোপুরি বদলে যায় বা বলা ভাল উঠে যায়। ধীরে ধীরে পাকাপাকি ‘ড্রাই ডে’-র সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়। এখন কেবল নির্দিষ্ট কিছু দিনেই দোকান বন্ধ থাকে। কিন্তু এবার কী দশমীতে মদের দোকান খোলা থাকছে?
এবার দশমী পড়েছে ২ অক্টোবর। ওইদিন আবার গান্ধী জয়ন্ত। সে কারণেই গোটা রাজ্য জুড়েই বন্ধ থাকবে মদের দোকান। অর্থাৎ পুজোর গতে একদিনের জন্য থামকাবে পেগ তোলার আসর। ফলে যাঁরা পুজোর ক’টা দিন ধরে বন্ধু-বান্ধবের সঙ্গে ছোটখাটো সেলিব্রেশন করেছিলেন, দশমীতেও যাঁদের গলা ভেজানোর পরিকল্পনা ছিল তাঁদের কিন্তু আগাম স্টক ছাড়া আর কোনও গতি নেই। এদিকে শহরে ঘুরলেই দেখা যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মদের দোকানে লম্বা লাইন। গান্ধী জয়ন্তীতে যে ড্রাই ডে তা বুঝে আগেভাগেই অনেকে মদ তুলে রাখতে চাইছেন।
এদিকে আবহাওয়া দফতর আবার বলছে নবমী থেকেই শুরু হয়ে যাবে হাওয়া বদল। ফের রয়েছে নিম্নচাপের পূর্বাভাস। ফের খেলা দেখাবে আবহাওয়া। দশমীতে তুমুল দুর্যোগের পূর্বাভাস থাকছে বাংলায়। ভারী বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না কলকাতাও। চলবে টানা শুক্রবার পর্যন্ত। অর্থাৎ রেহাই নেই একাদশীতেও। বৃষ্টি কমতে কমতে সেই শনিবার।