AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Elections 2023 Results: আরাবুল থেকে দুধকুমার, শাসক থেকে বিরোধী শিবিরের যে সমস্ত ‘স্টার’ প্রার্থারী জয় পেলেন

Panchayat Elections 2023 Results: অন্যদিকে বীরভূম জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। জয়ী হয়েছেন ৪৪ হাজারের বেশি ভোটে।

Panchayat Elections 2023 Results: আরাবুল থেকে দুধকুমার, শাসক থেকে বিরোধী শিবিরের যে সমস্ত ‘স্টার’ প্রার্থারী জয় পেলেন
জিতলেন যাঁরাImage Credit: TV-9 Bangla
| Updated on: Jul 12, 2023 | 1:34 AM
Share

কলকাতা: চেনা মুখ। দলের সঙ্গে রয়েছেন দীর্ঘদিন থেকে। নানা বিতর্কে প্রায়শই উঠে এসেছেন খবরের শিরোনামে। এবার তাঁরাই ব্যাটিং করেছেন পঞ্চায়েত ভোটের ময়দানে। তালিকায় যেমন রয়েছেন ভাঙড়ের দাপুটে তৃণমূল (Trinamool Congress) নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম, তেমনই রয়েছেন বীরভূমের দাপুটে বিজেপি নেতা দুধকুমার মণ্ডল, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, তৃণমূল নেতা কাজল শেখেরা। 

এবারে পঞ্চায়েত ভোটে ভাঙড়ে পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন আরাবুল ইসলাম। ২ হাজার ৪৪৮ ভোটে জয়ী হয়েছেন তিনি। তবে তাঁর নিজের গ্রামেই আবার ধরাশায়ী হয়েছে তৃণমূল। পোলেরহাট-২ আরাবুল ইসলামের নিজের বুথ। ওই বুথে হেরে গিয়েছে ঘাসফুল শিবির। জিতেছে আইএসএফ। অন্যদিকে জয় পেয়েছেন তাঁর ছেলে হাকিমুল ইসলাম। ৩৭৬২০ ভোটে জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে হাকিমুল। 

অন্যদিকে বীরভূম জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন নানুরের দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ। অনুব্রত মণ্ডলের বিরোধী লবির এই নেতা ৪৪ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন। অন্যদিকে এই বীরভূমেই আবার ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতে বড় জয় পেয়েছেন বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। ২০১৮ সালে যখন বীরভূমের মাটিতে স্বমহিমায় রয়েছেন অনুব্রত মণ্ডল। তখন পঞ্চায়েত ভোটে জয় পেয়েছিলেন তিনি। এবার ব্রাহ্মণ বহড়া আসনে তৃণমূল প্রার্থী ভগীরথ ফুলমালিকে ১৪৫ আসনে হারিয়ে দিয়েছেন তিনি।  জয় পেয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলও। বাঁকুড়ায় জেলা পরিষদের আসনে লড়েছিলেন তৃণমূল নেত্রী সুজাতা। জয়ী হয়েছেন ১৮ হাজারের বেশি ভোটে।