Local Train Resumes: রবিবার থেকে কোন লাইনে ক’টি ট্রেন চলবে, তালিকা দিল দক্ষিণ-পূর্ব রেল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 30, 2021 | 8:07 AM

Indian Railway: ৩১ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক করার নির্দেশিকা জারি হয়েছে। ৫ মাস পরে স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা।

Local Train Resumes: রবিবার থেকে কোন লাইনে কটি ট্রেন চলবে, তালিকা দিল দক্ষিণ-পূর্ব রেল
ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। (প্রতীকী চিত্র)

Follow Us

কলকাতা : পাঁচ মাস পর অবশেষে স্বস্তির খবর নিত্যযাত্রীদের জন্য। শুক্রবার রাজ্য সরকারের তরফে লোকাল ট্রেন (Local Train) পরিষেবা স্বাভাবিক করার নির্দেশিকা দেওয়া হয়েছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর কথা বলা হয়েছে রাজ্য সরকারের (WB Govt) তরফে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানো কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থাকলেও কয়েক মাস ধরে স্টাফ স্পেশাল ট্রেনে যে বাদুড়ঝোলা ভিড় দেখা গিয়েছে, তা থেকে অব্যহতি মিলবে বলেই মনে করছেন যাত্রীদের একাংশ। তবে পরিষেবা স্বাভাবিক হলেও এখনই সব ট্রেন একসঙ্গে চালু হচ্ছে না। আপাতত কোন কোন ট্রেন চালানো হবে, তার তালিকা প্রকাশ করেছে দক্ষিণ-পূর্ব রেল (South Eastern Rail)।

শুক্রবার রাজ্য সরকারের নির্দেশিকা প্রকাশের পর দক্ষিণ-পূর্ব রেলের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ধাপে ধাপে ট্রেন চালু করা হবে। আপাতত রবিবার থেকে মোট ৪৮ টি ইএমইউ ট্রেন চালু হবে। পরে বাড়ানো হবে ট্রেনের সংখ্যা। মূলত হাওড়া-খড়গপুর-মেদিনীপুর, শালিমার-সাঁতরাগাছি, পাঁশকুড়া-হলদিয়া, সাঁতরাগাছি-আমতা, তমলুক-দিঘা লাইনে চলবে এই ট্রেনগুলি। আপ লাইনে ২৩ টি ও ডাউন লাইনে চলবে ৩৫ টি ট্রেন।

কোন লাইনে কটি ট্রেন, একনজরে

আপ লাইনের ট্রেন

হাওড়া- মেদিনীপুর লাইনে ৭টি, হাওড়া- পাঁশকুড়া লাইনে ২ টি, সাঁতরাগাছি- পাঁশকুড়া লাইনে ১ টি, হাওড়া- আমতা লাইনে ২টি, হাওড়া- হলদিয়া লাইনে ২টি, হাওড়া- খড়গপুর লাইনে ২টি, হাওড়া- মেচেদা লাইনে ১টি, সাঁতরাগাছি- মেচেদা লাইনে ২টি, পাঁশকুড়া- দিঘা লাইনে ১টি, মেচেদা -দিঘা লাইনে ১টি ও শালিমার- সাঁতরাগাছি লাইনে ১টি ট্রেন চলবে।

ডাউন লাইনের ট্রেন

মেদিনীপুর- হাওড়া লাইনে ৬টি, পাঁশকুড়া – হাওড়া লাইনে ২ টি, মেচেদা- হাওড়া লাইনে ২ টি, বাগনান- হাওড়া লাইনে ১ টি, আমতা- হাওড়া লাইনে ২ টি, খড়গপুর – হাওড়া লাইনে ৩ টি, হলদিয়া- হাওড়া লাইনে ২টি, দিঘা- পাঁশকুড়া লাইনে ১টি, পাঁশকুড়া – সাঁতরাগাছি লাইনে ১টি, সাঁতরাগাছি- শালিমার লাইনে ২ টি, দিঘা- মেচেদা লাইনে ১টি, মেদিনীপুর- খড়গপুর লাইনে ১টি ও মেচেদা- সাঁতরাগাছি লাইনে ১টি ট্রেন চলবে।

আরও পড়ুন : সফরের শেষ দিনে চমক! বিরোধী ঐক্যের বার্তা দিয়ে মমতার সঙ্গে দেখা করবেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী

Next Article