Local Trains Cancelled: ফের লোকাল ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়, ৮ দিন লোকাল বাতিলের খবর ব্যান্ডেল-কাটোয়াতেও

Howrah-Burdwan Section Local Train: ৩১ বাতিল থাকছে 37512 বর্ধমান – হাওড়া লোকাল। অন্যদিকে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে রাত ২টো ১০ থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত ট্য়াফিক ব্লক থাকছে হাওড়া ডিভিশনের নবদ্বীপ ধাম এবং পূর্বস্থলী স্টেশনগুলির মধ্যে। সে কারণেও মিলছে ট্রেন বাতিলের খবর।

Local Trains Cancelled: ফের লোকাল ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়, ৮ দিন লোকাল বাতিলের খবর ব্যান্ডেল-কাটোয়াতেও
ফাইল ছবিImage Credit source: PTI

| Edited By: জয়দীপ দাস

Aug 30, 2025 | 9:41 PM

কলকাতা: এক টানা বাতিল খবরের মাঝে কিছুটা হলেও স্বস্তি মিলেছিল কিছুদিনের জন্য। কিন্তু তা দীর্ঘস্থায়ী হল না। ফের ট্রেন বাতিল হাওড়া-বর্ধমান শাখায়। ৩৬০ মিনিটের জন্য থাকছে ট্র্যাফিক ব্লক। শনিবার রাত ৯টা ২০ মিনিট থেকে ৩১ তারিখ ভোর ৩টে ২০ মিনিট পর্যন্ত বাতিল থাকছে চারটি লোকাল ট্রেন। মূলত রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। পাশাপাশি একজোড়া ব্যান্ডেল-কাটোয়া লোকালও বাতিল থাকছে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য।

৩০ তারিখ বাতিল তালিকায় থাকছে   

36860 বর্ধমান – হাওড়া লোকাল

36855 হাওড়া – বর্ধমান লোকাল

37857 হাওড়া – বর্ধমান লোকাল

৩১ বাতিল থাকছে 37512 বর্ধমান – হাওড়া লোকাল। অন্যদিকে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে রাত ২টো ১০ থেকে ভোর ৫টা ১০ মিনিট পর্যন্ত ট্য়াফিক ব্লক থাকছে হাওড়া ডিভিশনের নবদ্বীপ ধাম এবং পূর্বস্থলী স্টেশনগুলির মধ্যে। তবে একই সময়ে ৮দিনের জন্য চলবে কাজ। সে কারণেই ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বাতিল থাকছে 37741 ব্যান্ডেল – কাটোয়া লোকাল, 37742 কাটোয়া – ব্যান্ডেল লোকাল।