
কলকাতা: দলমত নির্বিশেষে দিলীপ ঘোষকে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছেন প্রত্যেকেই। শুক্রবার সকালে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন দলের একাধিক নেতা-নেত্রী। উপস্থিত হয়েছিলেন লকেট চট্টোপাধ্য়ায়ই। দিলীপের ব্যক্তিগত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় দিলীপ ঘোষের নিউ টাউনের বাংলোয় বৈদিক মতে বিয়ে হবে। পাত্রীর নাম রিঙ্কু মজুমদার।
লকেট এদিন দিলীপকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “দিলীপ দা খুব ভাল থাকুন, পরিবারের সবাই ভাল থাকুন। দিলীপ ঘোষের মায়ের সঙ্গেও এদিন কথা হয়েছে তাঁর।”
৬১ বছর বয়সে দিলীপ ঘোষ বিয়ে করছেন। তাই অনেকেই বলছেন, এটা ছক ভাঙা বিয়ে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি লকেট। তিনি বলেন, “রাজনৈতিক জীবন আর ব্যক্তিগত জীবন আলাদা। রাজনৈতিক জীবনে দিলীপ দা সবসময় মানুষের পাশে থাকেন। তবে বিয়েটা তাঁর ব্যক্তিগত জীবন। এই ব্যাপারে শুধুমাত্র তাঁর পরিবারের কথা বলার অধিকার আছে।”
লকেট ছাড়াও এদিন সুকান্ত মজুমদার, সুনীল বনশলের মতো রাজ্য় বিজেপির প্রথম সারির নেতারা হাজির হয়েছিলেন দিলীপের ভিলায়। প্রত্যেকেই উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। তবে বিয়ের সময় উপস্থিত থাকতে পারবেন না অনেকেই। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল জানিয়েছেন, সুনীল বনশলের উপস্থিতিতে এদিন বঙ্গ বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, তাই তাঁরা যেতে পারবেন না বিয়ের অনুষ্ঠানে।