AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: মমতার ‘সুইট অ্যান্ড কিউট গার্ল’ কে? বাগুইআটির সভা থেকে নিজেই জানালেন…

Mamata Banerjee: ষষ্ঠ দফায় নন্দীগ্রামে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ নিয়েও এই মঞ্চ থেকে মুখ খোলেন মমতা। তিনি বলেন, "আজ নন্দীগ্রামে আবার গদ্দারটা গুন্ডামি করেছে। সকাল থেকে নন্দীগ্রাম, খেজুরি দখল করেছে। কী ভাবছ খেজুরি আর নন্দীগ্রাম নিয়ে বাংলা হয়ে যাবে? না দিল্লি হয়ে যাবে? তুমি ৮-১০টা বুথ নিয়ে থাকো। মানুষ বুঝে নেবে।"

Mamata Banerjee: মমতার 'সুইট অ্যান্ড কিউট গার্ল' কে? বাগুইআটির সভা থেকে নিজেই জানালেন...
বাগুইআটিতে মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 25, 2024 | 8:15 PM
Share

বাগুইআটি: সৌগত রায়ের সমর্থনে বাগুইআটি ৪৪ নম্বর বাসস্ট্যান্ডে সভা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভামঞ্চ থেকে ভূয়সী প্রশংসা করলেন রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির। মমতা জানান, এই সভা অদিতির আমন্ত্রণেই তিনি করছেন।

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, “এই ছোট্ট মেয়েটিকে আমি খুব ভালবাসি। আমি যখন বিধাননগরে মিছিল করব বলে ঠিক করলাম, ও আমাকে মেসেজ করল। বলল, দিদি তুমি আমার বাগুইআটিতে একবার আসবে না? আমাদের লোকেরা তোমার একটা মিটিংয়ের জন্য আশা করে আছে। একবার ভাবলান, মিনাখাঁ যাব, তারপর বিধাননগরে। তাও এই ছোট্ট মেয়েটিকে বললাম। আমি ওকে সুইট অ্যান্ড কিউট গার্ল বলি। আমি ওকে বললাম তুমি দিদির কাছে আবদার করেছে, দিদি রাখবে না এটা কখনও হতে পারে? আমি সঙ্গে সঙ্গে সুজিত, সব্যসাচীকে ফোন করে বললাম দেবরাজকে ফোন করে বল আয়োজন করুক।”

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ‘অক্লান্ত’ সৌগত রায়েরও প্রশংসা শোনা যায়। মমতা বলেন, “আমার সঙ্গে আছেন অধ্যাপক সৌগত রায়। জীবনে ওনার কোনও ক্লান্তি। বিয়ে বাড়ি বলুন চলে যাবে, পৈতে বাড়ি বলুন চলে যাবে, পুজোয় বলুন চলে যাবে। পকেটে লজেন্স নিয়ে ঘুরছে।” তৃণমূল সুপ্রিমো বলেন, ৩৪ বছরের বাম সরকারকে উপড়ে ফেলতে পারলে তাঁরা বিজেপিকেও উপড়ে ফেলবেন।

ষষ্ঠ দফায় নন্দীগ্রামে বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ নিয়েও এই মঞ্চ থেকে মুখ খোলেন মমতা। তিনি বলেন, “আজ নন্দীগ্রামে আবার গদ্দারটা গুন্ডামি করেছে। সকাল থেকে নন্দীগ্রাম, খেজুরি দখল করেছে। কী ভাবছ খেজুরি আর নন্দীগ্রাম নিয়ে বাংলা হয়ে যাবে? না দিল্লি হয়ে যাবে? তুমি ৮-১০টা বুথ নিয়ে থাকো। মানুষ বুঝে নেবে।”