কলকাতা: সবসময়ই মহিলাদের ক্ষমতায়নের কথা শোনা যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। তৃণমূলের মন্ত্রই, ভোটের ময়দানে আরও বেশি করে মহিলাদের মুখ করে তোলা। বিধানসভাতেও তৃণমূলের মহিলা মুখের সংখ্যা যথেষ্ট। সংসদীয় ভোটেও সেই ধারা অক্ষুন্ন রাখার পক্ষে তৃণমূলনেত্রী। ২০২৪-এর লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে রবিবার। ব্রিগেডের ময়দান থেকে সেই তালিকা ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে, রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ১২টি আসনেই তৃণমূলের মহিলা মুখ।
কৃষ্ণনগর থেকে লড়বেন–মহুয়া মৈত্র
বারাসত থেকে লড়বেন- কাকলী ঘোষ দস্তিদার
যাদবপুর থেকে তৃণমূল প্রার্থী–সায়নী ঘোষ
কলকাতা দক্ষিণ থেকে লড়বেন–মালা রায়
উলুবেড়িয়া-শাজদা হোসেন
হুগলি থেকে লড়ছেন–রচনা বন্দ্যোপাধ্যায়
আরামবাগ থেকে লড়তে পারেন– মিতালী বাগ
মেদিনীপুর থেকে তৃণমূল প্রার্থী–জুন মালিয়া
বীরভূম থেকে তৃণমূল প্রার্থী–শতাব্দী রায়
বিষ্ণুপুর থেকে তৃণমূল প্রার্থী-– সুজাতা খাঁ
বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী–শর্মিলা সরকার
জয়নগর থেকে লড়াই করবেন–প্রতিমা মণ্ডল
পাশাপাশি ২০১৯-এ জয়ী হয়েছেন এমন ১৬ জন সাংসদকে এবার টিকিট দিয়েছে তৃণমূল। তালিকায় আছেন, হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুরের খলিলুর রহমান, মুর্শিদাবাদের আবু তাহের খান, কৃষ্ণনগরের মহুয়া মৈত্র, দমদমের সৌগত রায়, বারাসতের কাকলি ঘোষদস্তিদার, জয়নগরের প্রতিমা মণ্ডল, ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা দক্ষিণের মালা রায়, কলকাতা উত্তরের সুদীপ বন্দ্যোপাধ্যায়, উলুবেড়িয়ার শাজদা হোসেন, শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঘাটালের দীপক বন্দ্যোপাধ্যায়, বোলপুরের অসিত মাল, বীরভূমের শতাব্দী রায়, আসানসোলের শত্রুঘ্ন সিনহা।
তৃণমূলের প্রার্থী তালিকায় নতুন মুখও নেহাত কম নয়। ১১ জন এবার টিকিট পেয়েছেন। দার্জিলিংয়ে গোপাল লামা, মালদহ উত্তরে প্রসূন বন্দ্যোপাধ্যায়, মালদহ দক্ষিণে শাহনেওয়াজ আলি রেহান, বহরমপুরে ইউসুফ পাঠান, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়, আরামবাগে মিতালি বাগ, তমলুকে দেবাংশু ভট্টাচার্য, ঝাড়গ্রামে কালীপদ সোরেন, বিষ্ণুপুরে সুজাতা মণ্ডল, বর্ধমান পূর্বে শর্মিলা সরকার, বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদ।