Rain Forecast: শক্তি বাড়িয়ে আরব সাগরের নিম্নচাপ ঢুকে পড়েছে স্থলভাগে, ফোঁস করছে বঙ্গোপসাগরেও, কখন থেকে বৃষ্টি শুরু?
Rain Forecast: আবহাওয়া দফতর বলছে, কলকাতায় দিনভর আকাশ মূলত মেঘলাই থাকবে। সকালে মনোরম আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকেই গরম ও জলীয় বাষ্পজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে আর মাত্র দু’দিনের মাথায় পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে নিম্নচাপ।

কলকাতা: সকাল থেকেই মুখ ভার আকাশের। কখনও ঝিরিঝিরি বৃষ্টি, কখনও হালকা থেকে মাঝারি, এই ছবিই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। মেঘে ঢাকা কলকাতার আকাশও। বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রায় কিছুটা পারাপতনও দেখা গিয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬২ থেকে ৯২ শতাংশের মধ্যে।
আবহাওয়া দফতর বলছে, কলকাতায় দিনভর আকাশ মূলত মেঘলাই থাকবে। সকালে মনোরম আবহাওয়া থাকলেও দুপুরের পর থেকেই গরম ও জলীয় বাষ্পজনিত অস্বস্তি বজায় থাকবে। অন্যদিকে আর মাত্র দু’দিনের মাথায় পশ্চিম মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে নিম্নচাপ। পরবর্তী দুই দিনের মধ্যে আরও শক্তি বাড়িয়ে এগিয়ে যেতে পারে উত্তর বঙ্গোপসাগরের দিকে। অন্যদিকে আরব সাগরের গভীর নিম্নচাপ স্থলভাগে ঢুকে ইতিমধ্যেই মধ্য মহারাষ্ট্রে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এটি কর্ণাটকের দিকে যেতে পারে। কিছু সময়ের মধ্যে শক্তি বাড়িয়ে এটিও সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।
অন্যদিকে ১৩ মে আন্দামানে ঢুকে পড়ার পরই দ্রুত গতিতে ভারতের মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসছে। চলতি মাসের শেষেই কেরলে রাখছে পা। রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতো হচ্চেই সঙ্গে সোমবারও পাঁচ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তালিকায় দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলাগুলি। মঙ্গলবারও দেখা যাবে একই ছবি। তবে নিম্নচাপ স্থলভাগের দিকে এগিয়ে এলে বৃষ্টির পরিমাণ বাড়বে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনার মতো জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
