LPG Price Hike: নতুন বছরেই হেঁশেলে ছ্যাঁকা, কাল থেকেই বাড়ছে গ্যাসের দাম
LPG Price: এবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৬৯ টাকা ৫০ পয়সা। ১ জানুয়ারি থেকেই কার্যকর নতুন দাম।
কলকাতা: নতুন বছরে ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম (LPG Cylinder Price)। কলকাতায় (Kolkata) ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাসের সিলিন্ডার (Commercial LPG Cylinder) পিছু দাম বাড়ছে ২৪ টাকা। ১ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নতুন দাম। এবার থেকে কলকাতায় রান্নার গ্যাসের বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হল ১৮৬৯ টাকা ৫০ পয়সা। তবে স্বস্তির বিষয় যে ঘরোয়া ব্যবহারের ১৪.২ কেজি সিলিন্ডারের গ্যাসের দামের ক্ষেত্রে কোনও বদল হচ্ছে না। পূর্বের মতো গৃহস্থের ব্যবহারের রান্নার গ্যাসের সিলিন্ডার মিলবে ১০৭৯ টাকাতেই। তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ার পরোক্ষ প্রভাব পড়তে পারে আমজনতার উপর।
প্রসঙ্গত, এর আগে বেশ কয়েক দফায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। গত জুন মাস থেকে দফায় দফায় দাম কমেছে বাণিজ্যিক ১৯ কেজির সিলিন্ডারের। তবে এবার নতুন বছর থেকে ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। কলকাতায় ১৯ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ২৪ টাকা বেড়ে যাচ্ছে আগামিকাল থেকে। কলকাতায় এতদিন পর্যন্ত বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম ছিল ১৮৪৫ টাকা ৫০ পয়সা। তা থেকে বেড়ে এবার হচ্ছে ১৮৬৯ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দামে বদল হলেও আমজনতার ঘরে ব্যবহারের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে আপাতত দামে কোনও বদল হচ্ছে না।
কলকাতায় বর্তমানে গৃহস্থের ব্যবহারের রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ১,০৭৯ টাকা। মুম্বই শহরে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১০৫২ টাকা ৫০ পয়সা। দিল্লিতে গৃহস্থের ব্যবহারের সিলিন্ডারের দাম ১০৫৩ টাকা। বেঙ্গালুরুতে দাম ১০৫৫ টাকা।
প্রসঙ্গত, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় সরাসরি আমজনতার হেঁশেলে প্রভাব না পড়লেও, রেস্তঁরা বা অন্যান্য সমতুল্য পরিষেবাগুলির ক্ষেত্রে এই মূল্য বৃদ্ধির পরোক্ষ প্রভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। ফলে নতুন বছরে সাধারণ নাগরিকদের পকেটে রেস্তঁরার খাবার খেতে গেলে বাড়তি খরচ করতে হতে পারে।