AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৩ হেভিওয়েটের হাসপাতালে ভর্তির আদৌ প্রয়োজন আছে? এবার নিজস্ব মেডিক্যাল বোর্ড গঠন করল সিবিআই

নারদকাণ্ডে (Narada Case) ধৃত চার হেভিওয়েটের মধ্যে তিন জন অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। কিন্তু তাঁদের হাসপাতালে ভর্তি কতটা যুক্তিযুক্ত? এবার তা জানতে মরিয়া সিবিআই (CBI)।

৩ হেভিওয়েটের হাসপাতালে ভর্তির আদৌ প্রয়োজন আছে? এবার নিজস্ব মেডিক্যাল বোর্ড গঠন করল সিবিআই
হাইকোর্টে চলছে নারদ মামলার শুনানি
| Updated on: May 19, 2021 | 1:10 PM
Share

কলকাতা: নারদকাণ্ডে (Narada Case) ধৃত চার হেভিওয়েটের মধ্যে তিন জন অর্থাৎ সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) এসএসকেএম (SSKM) হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি। কিন্তু তাঁদের হাসপাতালে ভর্তি কতটা যুক্তিযুক্ত? এবার তা জানতে মরিয়া সিবিআই (CBI)। নিজস্ব মেডিক্যাল বোর্ড গঠন করছে সিবিআই। ধৃতদের শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন বোর্ডের সদস্যরা।

কেন তিন হেভিওয়েটকে হাসপাতালে ভর্তি করতে হল? হাসপাতালের রিপোর্ট কতটা ঠিক? জানতে এবার নিজস্ব মেডিক্যাল বোর্ড গঠন করার কথা ভাবছে সিবিআই। এইমসের পাঁচ বিশিষ্ট চিকিৎসককে নিয়ে এই টিম গঠন করা হতে পারে। রাজ্যের তরফে পাঠানো মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে দিল্লিতে। জেলের তরফে ববি হাকিমের মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছে সিবিআইকে। সেই রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, এই টিম এখনও গঠন করা হয়নি। হাইকোর্টে বুধবারের শুনানি শেষে এ বিষয়ে পদক্ষেপ করবে সিবিআই। উল্লেখ্য এর আগে সারদা মামলায় এরকম টিম গঠন করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

ফিরহাদ হাকিমের কোভিড টেস্ট করা হয়েছে। তাঁর মেয়ে এ কথা জানিয়েছেন। তবে তাঁর জ্বর নেই এখন, পেটে ব্যথা ভালই রয়েছে। প্রাত্যহিক কাজকর্মও করেছেন ধীরে ধীরে। ফিরহাদ হাকিমের চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট বলে জেল সূত্রে খবর মঙ্গলবার বিকালেই ফিরহাদের আইনজীবী জানিয়েছিলেন, তাঁর মক্কেলের জ্বর এসেছে। তবে বাবার সঙ্গে দেখা করার পর মেয়ে জানিয়েছিলেন, সুস্থ রয়েছেন তিনি। রাতে জেল সূত্রে ফের জানা যায়, মারাত্মক জ্বর এসেছে ফিরহাদের। তাপমাত্রা প্রায় ১০২ এর কাছাকাছি। সঙ্গে ছিল পেটে ব্য়থাও। । এই পরিস্থিতিতে তাঁকে উন্নত চিকিৎসা দিতে এসএসকেএম হাসপাতালে নিয়ে যেতে চেয়েছিল জেল কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালে যেতে চাননি ফিরহাদ।

এদিকে, মঙ্গলবার ভর্তি হন সুব্রত মুখোপাধ্যায়ও। তাঁরও কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। সোমবারই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় মদন মিত্রের। তাঁকে সেদিনই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ভর্তি হন শোভনও। মঙ্গলবার হাসপাতালে খোশমেজাজেই থাকতে দেখা গিয়েছে মদন মিত্রকে। দুপুরে বাড়ির ভাত তৃপ্তি করে খেয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। হালকা তেল মশলায় রান্না করা প্রতিদিনের খাবার। সকাল থেকেই সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ছন্দা বাণী মুখোপাধ্যায়। আর শোভনের ঘরে ছিলেন বৈশাখী। পরে দেখা করতে যান তাঁর ছেলে ঋষি। উল্লেখ্য, এই তিন নেতারই কোভিড রিপোর্ট নেগেটিভ আসে।

আরও পড়ুন: ৫৩ পাতার চার্জশিটে ফিরহাদকে কোণঠাসা করতে আঁটঘাট বেঁধে ঘুটি সাজিয়েছে CBI, TV9 বাংলায় এক্সক্লুসিভ সেই অভিযোগনামা

বুধবার মদনের সিটি স্ক্যান করা হয়। তিনি বলেন, “ইশ্বর বিচার করবেন, মানুষ বিচার করবেন। সবাই শান্ত থাকুন। গণতন্ত্রের এমন হত্যা আমি জীবনে দেখিনি। এটা অনেক বড় ষড়যন্ত্র। আদালতেই এর বিচার হবে।”