AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madan Mitra: রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি মদন মিত্রের, দেহে কমল অক্সিজেনের মাত্রা

Madan Mitra: হাসপাতাল সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসকদের হস্তক্ষেপে দেহে অক্সিজেনের মাত্রা এখন স্থিতিশীল বলে জানা যাচ্ছে। যদিও তারপরেও কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সিসিইউয়ে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Madan Mitra: রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি মদন মিত্রের, দেহে কমল অক্সিজেনের মাত্রা
মদন মিত্রImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 07, 2023 | 11:45 PM
Share

কলকাতা: ভাল নেই মদন মিত্র (Madan Mitra)। রাতে আচমকা শারীরিক অবস্থার অবনতি। উডবার্ন থেকে সিসিইউয়ে স্থানান্তর করা হল তৃণমূল বিধায়ককে। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। সোমবার রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে নিয়ে আসা হয় SSKM হাসপাতালে। ভর্তি করা হয় উডবার্ন ওয়ার্ডে। চলছিল চিকিৎসা। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে আচমকা তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। দেহে অক্সিজেনের মাত্রা কমে যায়। সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। 

হাসপাতাল সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসকদের হস্তক্ষেপে দেহে অক্সিজেনের মাত্রা এখন স্থিতিশীল বলে জানা যাচ্ছে। যদিও তারপরেও কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে সিসিইউয়ে রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সদা সতর্ক রয়েছে চিকিৎসকেরা। 

দীর্ঘদিন থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা চলতে থাকলেও সোমবার থেকে তা গুরুতর হয়ে দাঁড়ায়। কিন্তু, শারীরিক অসুস্থতার মধ্যেও সোমবার বিধানসভাতে গিয়েছিলেন তিনি। কিন্তু, সেখানেও অসুস্থ বোধ করেন তিনি। তারপরই তড়িঘড়ি এসএসএসকেএমে নিয়ে আসা হয় কামারহাটির বিধায়ককে।