Madhyamik examinee injured: পেটে ধারাল অস্ত্রের আঘাত, রাতভর এসএসকেমের বাইরে বসে কাতরাল মাধ্যমিক পরীক্ষার্থী

Madhyamik examinee injured: পারিবারিক শত্রুতার জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে মেটিয়াবুরুজে। পেটে ছুরি লাগে পরিক্ষার্থীর।

Madhyamik examinee injured: পেটে ধারাল অস্ত্রের আঘাত, রাতভর এসএসকেমের বাইরে বসে কাতরাল মাধ্যমিক পরীক্ষার্থী
এসএসকেএমে অপেক্ষা করেও ট্রমা কেয়ারে জায়গা পেলেন না পরিক্ষার্থী
Follow Us:
| Edited By: | Updated on: Mar 12, 2022 | 11:36 AM

কলকাতা : সম্পত্তি বিবাদের জেরে খাস কলকাতায় ধারাল অস্ত্রের কোপ একই পরিবারের চারজনকে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে মেটিয়াবুরুজে। মেটিয়াবুরুজের মিঠাতলা এলাকার ঘটনা। আহতদের মধ্যে রয়েছে মুসকান খাতুন নামে এক মাধ্যমিক পরীক্ষার্থী। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও সরকারি হাসপাতালে ঘুরে ঘুরে চিকিৎসা পাচ্ছে না সে। পেটে সেলাই হওয়ার পর মুসকানকে ট্রমা কেয়ারে ভর্তি করার কথা বলেছিলেন চিকিৎসকেরা। কিন্তু বেড পাওয়া যায়নি। রাতভর হাসাপাতালের বাইরে বসে থাকতে হয় মুসকানকে। শনিবার সকাল পর্যন্ত কোনও হাসপাতালে জায়গা হয়নি তাঁর।

শনিবার সন্ধ্যায় মেটিয়াবুরুজের রাজাবাগান থানা এলাকায় ওই ঘটনা ঘটে। মহম্মদ জমিম, মহম্মদ আসরাফ ও মুসকান খাতুন নামে তিন জন গুরুতর আহত হন। মুসকানের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা। কিন্তু আঘাত এতটাই গুরুতর যে রাতেই তাকে হাসতাপালে নিয়ে যাওয়া হয়। এসএসকেএমের এমার্জেন্সি বিভাগে তার প্রাথমিক চিকিৎসা হলেও পরে ট্রমা কেয়ারে আর ভর্তি করা হয়নি তাকে। অভিযোগ, সারা রাত হাসপাতালে বাইরে বসে কাতরেছে মুসকান। তার শারীরিক অবস্থারও অবনতি হয়েছে ক্রমশ। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানিয়ে দিয়েছে, কোনও বেড নেই, ফলে চিকিৎসা করা সম্ভব নয়।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষার্থী-সহ তিনজনকে জখম অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তিনজনের মধ্যে দুজন মহিলা ছিলেন। দুই মহিলার ক্ষতস্থানে সেলাই করার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এরপর তাঁদের ভর্তির প্রয়োজন না থাকায় ছুটি দেওয়া হয়েছে বলে দাবি হাসপাতালের। মহম্মদ জসিমকে ভর্তির প্রয়োজন ছিল। কিন্তু বেড না থাকায় তাঁকে ভর্তি করা যায়নি।

পরে বেলা বাড়লে মুসকানের পরিবারের লোকজন তাকে নিয়ে যায় কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যায়। সেখানেও জায়গা হয়নি। আপাতত তাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাকে স্যালইন দেওয়া প্রয়োজন, রক্ত পরীক্ষা করানোও প্রয়োজন।

বৃহস্পতিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে মেটিয়াবুরুজের মিঠাতলা এলাকায়। রাজাবাগান থানায় অভিযোগ দায়ের করা হয়। আটক করা হয়েছে, বছর ২৩-এর মহম্মদ হাতিমকে। সম্পত্তিগত বিবাদের জেরেই এই হামলার ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

আরও পড়ুন : Weather Update: চড়ছে পারদ, বাড়ছে রোদের দহন জ্বালা, দোলে কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন : Coal Scam: কয়লা কাণ্ডে অভিষেক-রুজিরার আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে