WBBSE Madhyamik 10th Class Result 2025: ফেলের তালিকায় আপনার জেলা কত নম্বরে, জানেন!
WBBSE Madhyamik 10th Class Result 2025: পাশের হারে রাজ্যে প্রথম জেলা হল পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় কালিম্পং। তৃতীয় কলকাতা। আর সেই হারে সবার পিছনে জলপাইগুড়ি।

ফেল করার নিরিখে কোন জেলা এগিয়ে?
ফেল-এর হারে সবার উপরে রয়েছে জলপাইগুড়ি। এই জেলায় ফেলের হার সবথেকে বেশি। উত্তরের এই জেলায় পাশ করেছে ৬৯.৪৭ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ ফেল করেছে ৩০.৫৩ শতাংশ পরীক্ষার্থী।
তালিকায় দ্বিতীয় নামও উত্তরবঙ্গেরই আর এক জেলার। ফেল করার নিরিখে দ্বিতীয় জেলা উত্তর দিনাজপুর। এই জেলায় ২৮.৯৭ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। পাশ করেছে মাত্র ৭১.০৩ শতাংশ।
তৃতীয় স্থানেও উত্তরেরই এক জেলা। আলিপুরদুয়ারে ২৭.২৯ শতাংশ পরীক্ষার্থী ফেল করেছে। পাশ করেছে ৭২.৭১ শতাংশ।
এছাড়াও যে সব জেলায় ফেলের হার ২০ শতাংশের উপরে, সেগুলি হল পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ।
পশ্চিম বর্ধমানে ফেলের হার ২৬.১৩ শতাংশ। পাশের হার ৭৩.৮৭ শতাংশ।
বীরভূমে ফেলের হার ২৪.৫৯ শতাংশ। পাশের হার ৭৫.৪১ শতাংশ।
বাঁকুড়ায় ফেলের হার ২২.৩ শতাংশ। পাশের হার ৭৭.৭০ শতাংশ।
পুরুলিয়া ফেলের হার ২২.১৫ শতাংশ। পাশের হার ৭৭.৮৫ শতাংশ।
মুর্শিদাবাদে ফেলের হার ২০.৯৮ শতাংশ। পাশের ৭৯.০২ শতাংশ।
অন্যদিকে, পাশের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। ৯৬.৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে ওই জেলায়। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৬.৯০ শতাংশ। কলকাতা পাশের হারে তৃতীয়। কলকাতার ৯২.৩০ শতাংশ পরীক্ষার্থী সফল হয়েছে।
