Kolkata: বৌ বাজারে বড় দুর্ঘটনা, শ্রমিকের ঘাড়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ
Kolkata: জানা যাচ্ছে, বউ-বাজার দশ নম্বর শ্রীদাস লেনে একটি বাড়িতে মেরামতির কাজ চলছিল। সেই সময় পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই ভেঙে পড়ে দোতলার ছাদ। সেই সময় কাজ করছিলেন এক শ্রমিক।

কলকাতা: আবারও কলকাতায় বাড়ি বিপর্যয়। বৌ-বাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ। মেরামতির কাজ চলাকালীন ভেঙে পড়ে একাংশ। সেই সময় পাঁচজন শ্রমিক কাজ করছিলেন বলেও খবর।
জানা যাচ্ছে, বউ-বাজার দশ নম্বর শ্রীদাস লেনে একটি বাড়িতে মেরামতির কাজ চলছিল। সেই সময় পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ করেই ভেঙে পড়ে দোতলার ছাদ। সেই সময় কাজ করছিলেন এক শ্রমিক। ছাদ ভেঙে তাঁর মাথায় পড়েছে বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা যাচ্ছে, বাড়িটিতে প্রচুর মানুষ বসবাস করেন। তবে এই মুহূর্তে বাড়ির ভিতরে কেউ আটকে নেই জানিয়েছেন পুলিশ।
প্রত্যক্ষদর্শী দীপঙ্কর চৌধুরী বলেন, “ছ’মাস আগে থেকেই বাড়ি খারাপ ছিল। তারপর এটিকে সংস্কার করার কাজ শুরু হয়। সেই সময় হঠাৎ শুনি বাড়িটি ভেঙে পড়ে গিয়েছে। ভিতরে শ্রমিকরা কাজ করছিলেন। বাকি শ্রমিকরা সরে গেলেও ওই শ্রমিক সরে যাননি। তার ঘাড়ে ভেঙে পড়েছে।” প্রসঙ্গত, এর আগে বাঘাযতীন, ট্যাংরায় বাড়ি ভেঙে পড়া কখনও বা বাড়ি হেলে যাওয়ার ঘটনা ঘটেছে।

