
কলকাতা: স্টেশনে ঢুকলেই মিলবে না মেট্রো। অপেক্ষা করতে হবে তুলনামূলক একটু বেশি। মঙ্গলে কলকাতা মেট্রোতে লেগেছে ফাঁড়া। বেগুনি লাইনে তৈরি হওয়া কিছু যান্ত্রিক গোলযোগকে নির্মূল করে দিতে শুরু হয়েছে কাজ। যার জেরে প্রতিদিনের মতো ২৪ মিনিট অন্তর নয়, বরং ৪০ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে জোকা-মাঝেরহাট লাইনে।
সোমবার রাতে একটি প্রেস বিবৃতি জারি করে সময়সূচিতে হওয়া বদলের কথা জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। প্রকাশিত বিবৃতিতে তারা লিখেছে, আগামিকাল অর্থাৎ মঙ্গলবারের মতো যান্ত্রিক কিছু গোলযোগের কারণে দু’টি মেট্রোর মধ্যে বাড়বে সময়ের ব্যবধান। গোটা দিনে আপ-ডাউন মিলিয়ে চলবে মোট ৩৮টি মেট্রো ট্রেন।
সেই বিবৃতিতে এও বলা হয়েছে, প্রতিদিনের মতোই সকাল ৮টা থেকে জোকা হয়ে রওনা দেবে প্রথম মেট্রোটি। যা মাঝেরহাট থেকে ফিরবে ৮.২০ নাগাদ। জোকা থেকে শেষ মেট্রোটি চলবে রাত ৮টা পর্যন্ত। মাঝেরহাটে শেষ মেট্রোটি রয়েছে রাত ৮ টা ২০ মিনিট পর্যন্ত।
উল্লেখ্য, গত ১৩ই মে জোকা ও মাঝেরহাটের মধ্যে ট্রেনের সংখ্যা বৃদ্ধি করে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। যার জেরে এক ধাক্কায় অনেকটাই কমে যায় সময়ের ব্যবধান। এর আগে এই বেগুনি লাইনে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলত ১৮টি। মে মাসেই তা পরিণত হয় ৬২-এ। এরপর মঙ্গলবার ব্যবধান বেড়ে ফের নেমে যায় ৩৮-এ।