Mamata Banerjee: আবারও মমতার মুখে ‘খেলা হবে’ স্লোগান, আজ থেকেই কি খেলা শুরু?

Mamata Banerjee: লোকসভা ভোটের আগে আবারও তৃণমূল সুপ্রিমোর গলায় শোনা গেল সেই ‘খেলা হবে’। এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, “আমি অল আউট খেলায় খেলব। অল আউট জিতব। অল আউট খেলব। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য যদি এভাবে এগিয়ে যায়, সব ফ্রন্টাল অরগানাইজেশন যদি এগিয়ে যায়, সব আঞ্চলিক দল, সব জাতীয় দল যদি এগিয়ে যায়...।”

Mamata Banerjee: আবারও মমতার মুখে ‘খেলা হবে’ স্লোগান, আজ থেকেই কি খেলা শুরু?
ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Feb 03, 2024 | 5:28 PM

কলকাতা: কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ৪৮ ঘণ্টার জন্য ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মঞ্চ থেকেই শনিবার আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান। একুশের বিধানসভা ভোটের আগে এই ‘খেলা হবে’ স্লোগান হয়ে উঠেছিল তৃণমূল কংগ্রেসের অঘোষিত ‘ইলেকশন অ্যান্থম’। ধীরে ধীরে সেই স্লোগান ছড়িয়ে পড়ে আম বাঙালির রোজকার আড্ডা-আসরেও। চায়ের ঠেক থেকে দুর্গাপুজোর ভাসান, শুধুই ‘খেলা’ চলেছে।

লোকসভা ভোটের আগে আবারও তৃণমূল সুপ্রিমোর গলায় শোনা গেল সেই ‘খেলা হবে’। এদিন মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, “আমি অল আউট খেলায় খেলব। অল আউট জিতব। অল আউট খেলব। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য যদি এভাবে এগিয়ে যায়, সব ফ্রন্টাল অরগানাইজেশন যদি এগিয়ে যায়, সব আঞ্চলিক দল, সব জাতীয় দল যদি এগিয়ে যায়…।”

লোকসভা ভোটের আগে এদিন প্রথম মাস্টারস্ট্রোকটা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যে ১০০ দিনের বকেয়া টাকাকে হাতিয়ার করে পুরভোট থেকে পঞ্চায়েত-বৈতরণীর পালে হাওয়া পেয়েছে এ রাজ্যের শাসকদল। সেই দলেরই সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জানিয়ে দেন, ২১ লক্ষ টাকা না পাওয়া ১০০ দিনের শ্রমিককে ২১ ফেব্রুয়ারি টাকা দেবে তাঁর সরকার। সেদিন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানান মমতা। রাজনৈতিক মহলের একাংশ বলছে, মমতা এদিন ধরনামঞ্চ থেকে খেলা হবে স্লোগান দিয়েছেন। এই ঘোষণা থেকেই সে ‘খেলা’ হয়ত বা শুরু হয়ে গেল।