কলকাতা: খেলার মাঠেও এবার ‘জয় বাংলা’ ধ্বনি চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে খেলোয়াড়দের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেই বার্তাই দিয়ে রাখলেন তিনি। কথা প্রসঙ্গে, শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া’ সিনেমার কথাও তুলে আনলেন মমতা। অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশে বললেন, ‘খেলতে যখন যাবেন, একেবারে জয় বাংলা বলে ঢুকবেন। শাহরুখের একটা সিনেমা করেছিল না, চক দে ইন্ডিয়া… ওরকম আপনারাও বলবেন, জয় বাংলা। জয় বাংলা বলতে বলতে গিয়ে একদম জিতে কাপ নিয়ে চলে আসবেন। নিজের অধিকার ছিনিয়ে নিয়ে আসবেন।’ মমতার কথায়, জয় বাংলা মানে বাংলা মায়ের জয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে এদিন বক্তব্য রাখার সময় বাংলার খেলোয়াড়দের ভূয়সি প্রশংসাও করলেন। তাঁদের অনুপ্রাণিত করে বললেন, ‘আরও অনেক সোনা-রুপো-ব্রোঞ্জ আনতে হবে। মাথা উঁচু করে খেলবেন। মনে প্রাণে শুধু একটাই চিন্তা রাখবেন, খেলতে হবে এবং জিততে হবে।’ সেই সময়ই শাহরুখ খান অভিনীত বিখ্যাত বলিউড সিনেমা ‘চক দে ইন্ডিয়া’র কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়। সেই সিনেমার মতোই এবার বাংলার খেলোয়াড়দের মাঠে নামার সময় ‘জয় বাংলা’ অর্থাৎ, বাংলা মায়ের জয় ধ্বনি তোলার কথা বললেন মমতা।
বাংলার ক্রীড়া জগতের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছে, এদিন তারও একটি বিস্তারিত বর্ণনা দিলেন মুখ্যমন্ত্রী। জানালেন, কীভাবে ময়দানের তিনটি বড় ক্লাবের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানকে রাজ্য সরকার যে বিভিন্নভাবে সাহায্য করছে, সেকথাও জানালেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায় পরিকাঠামোগত উন্নয়নের জন্য ২৮ কোটি টাকার সাহায্য করা হয়েছে।