Mamata Banerjee: ‘ঢ্যাঁড়শ, পটল কিনে নিয়ে গিয়ে রান্না করুন’, এলাকায় ঘুরে নেতাদের মেদ ঝরাতে বললেন মমতা

Mamata Banerjee: ২০২৪- এ লোকসভা নির্বাচন। তার আগে দলের বিস্তারে কোনও খামতি রাখতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: 'ঢ্যাঁড়শ, পটল কিনে নিয়ে গিয়ে রান্না করুন', এলাকায় ঘুরে নেতাদের মেদ ঝরাতে বললেন মমতা
জনসংযোগের বার্তা দিলেন মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 08, 2022 | 8:04 PM

কলকাতা : পুরভোটের ফলাফলে সন্তুষ্ট হয়ে থেমে গেলে হবে না, জারি রাখতে হবে জনসংযোগ। কারণ পুরসভা নয়, মমতার আসল লক্ষ্য দিল্লি। তাই দলীয় সংগঠনের বৈঠকে জনসংযোগের বার্তা দিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মসনদ পাখির চোখ হলেও ভিত যে হবে বাংলাই, সেটাও এ দিন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন তিনি। তাই ভিনরাজ্যে সংগঠনে জোর দেওয়ার পাশাপাশি, ভোটের আগে এ রাজ্যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ বাড়াতে বলেছেন কর্মীদের। ট্রেডমিলে ঘাম না ঝরিয়ে, এলাকায় ঘুরে ঘুরে শরীর-স্বাস্থ্য ঠিক রাখার বার্তাও দেন তিনি।

উচ্চ মাধ্যমিক শেষ হওয়ার পরই আগামী ৫ মে থেকে জনসংযোগ যাত্রা শুরু হবে বলে ঘোষণা করেছেন মমতা। সেই কর্মসূচি চলবে ২১ জুলাই পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে ২১ জুলাই থেকে পুজো পর্যন্ত চলবে আরও জনসংযোগ কর্মসূচি। পরে দিপাবলির পর তৃতীয় পর্যায়ের জনসংযোগ শুরু হবে। কার্যত মানুষের অন্দর মহলে পৌঁছে যেতে হবে বলে বার্তা দিয়েছেন দলনেত্রী।

মানুষের সঙ্গে সম্পর্ক কী ভাবে সহজ করবেন, তা কর্মীদের বোঝাতে মমতা বলেন, ‘সব স্তরের নেতারা গ্রামে গ্রামে ঘুরবে, ব্লকে ব্লকে যাবে। দরকার হলে খাটিয়ায় শোবে, মানুষের সঙ্গে কথা বলবে।’ এ ভাবেই জনসংযোগ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। মমতার কথায় শরীরের নাম মহাশয়, তাই যাঁরা সুস্থ আছেন, তাঁদের অবিলম্বে এলাকায় এলাকায় ঘুরে মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর বার্তা দেন তিনি। ট্রেডমিলে শরীরের মেদ না ঝরিয়ে এলাকায় ঘুরে ঘুরে স্বাস্থ্য ঠিক রাখার বার্তা দেন কর্মীদের। মমতা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন, নির্বাচনে জিততে আরামে দিন কাটালে চলবে না। ঘাম ঝরিয়ে, পরিশ্রম করে লড়াইতে সামিল হতে হবে।

বাড়িতে বাড়িতে গিয়ে রাজনৈতিক নেতাদের মধ্যাহ্নভোজ করার সংস্কৃতি এ রাজ্যে নতুন নয়। কখনও জেপি নাড্ডা, কখনও অমিত শাহ, বিজেপির বিধানসভা ভোটের প্রচারে একাধিক এলাকায় গিয়ে এ ভাবে খাওয়া-দাওয়া করতে দেখা গিয়েছে নেতাদের। আর এবার আরও একধাপ এগিয়ে মমতা বললেন, দরকার হলে আমরা ঢ্যাঁড়শ, পটল কিনে নিয়ে গিয়ে রান্না করতে হবে। কর্মীদের বলেন, মানুষকে বলতে হবে আসুন একটু রান্না করি, একসঙ্গে খাই। তৃণমূলের পরিবার তৈরি করতে হবে বলেও উল্লেখ করেন নেত্রী। মমতার বার্তা, নির্বাচনে জিতেই সব দায় শেষ করলে চলবে না। ২০২৪- এ বিজেপিকে সরাতে বাংলার ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার কথা বলেছেন তিনি, আর সেই দূর্গই প্রতিষ্ঠিত হবে অন্যান্য রাজ্যের মাটিতে। প্রয়োজনে সাংসদদের নিজেদের খরচে টিকিট কেটে অন্য রাজ্যে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: Madhyamik 2022: এক হাতে কলম, অন্য হাতে সন্তান, অনাথ আশ্রমে থেকেই পরীক্ষা দিচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থী