Mamata Banerjee: ২-৩ লক্ষ চাকরি রাজ্যে! নিয়োগ নিয়ে বিধানসভায় বড় ঘোষণা মমতার

Pradipto Kanti Ghosh | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 19, 2025 | 11:46 PM

Mamata Banerjee: বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্য়ায় মন্তব্য করেন, সুপ্রিম কোর্ট গতকাল (মঙ্গলবার) যে অবজার্ভেশন দিয়েছে সেটা খারাপ কিছু নয়। মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের সংবিধান মেনে চলতে হবে।"

Mamata Banerjee: ২-৩ লক্ষ চাকরি রাজ্যে! নিয়োগ নিয়ে বিধানসভায় বড় ঘোষণা মমতার
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মামলার জন্য আটকে আছে নিয়োগ, রাজ্য সরকার চাইলেও চাকরি দিতে পারছে না। এমনই অভিযোগ বারবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে। এবার বিধানসভাতেও একই অভিযোগ করলেন তিনি। সেই সঙ্গে জানালেন ওবিসি-মামলার জট কাটলেই রাজ্যে ২ থেকে ৩ লক্ষ নিয়োগ হবে।

ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে বেনিয়ম হয়েছে, এমন অভিযোগে ২০১০ সালের পরের সব সার্টিফিকেট বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। গত মঙ্গলবার রাজ্যের তরফে নতুন করে সমীক্ষার কথা জানিয়ে সুপ্রিম কোর্টের কাছে তিন মাস সময় চায় রাজ্য সরকার। রাজ্যের আবেদন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ সমীক্ষার জন্য সময় সময় দেওয়া হয়েছে রাজ্যকে।

বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্য়ায় মন্তব্য করেন, সুপ্রিম কোর্ট গতকাল (মঙ্গলবার) যে অবজার্ভেশন দিয়েছে সেটা খারাপ কিছু নয়। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সংবিধান মেনে চলতে হবে। তবে জটিলতা কেটে গেলে এই চাকরিগুলো হবে। তার মধ্যে ১ লক্ষ শিক্ষক।” সব মিলিয়ে ২-৩ লক্ষ চাকরি হওয়ার কথা জানিয়েছেন তিনি।

মমতার দাবি, প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, স্বাস্থ্য, পুলিশ, সব সেক্টর মিলিয়ে ২ থেকে ৩ লক্ষ চাকরি পড়ে আছে। একই সঙ্গে বিরোধীদের বার্তা দিয়ে এদিন মমতা বলেন, “চাকরি আটকাতে মামলার খেলা খেলবেন না। আমার সঙ্গে শত্রুতা করলে আমার কাজের মনোবল বেড়ে যায়, এসব করে নিয়োগ আটকাবেন না। এসব খেলা খেলবেন না।”

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, রাজ্য সরকারের সব ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে, তার তালিকা প্রকাশ করা হবে। তাঁর অভিযোগ, “ভোটব্য়াঙ্কের জন্য প্রকৃত ওবিসিদের বঞ্চিত করা হয়েছে। ২ কোটি শিক্ষিত বেকার যুবক-যুবতীর সর্বনাশ ডেকে এনেছে রাজ্য সরকার।”