Mamata Banerjee: ফ্যাক্ট ফাইন্ডিং টিম খায় না মাথায় দেয়? প্রশ্ন মমতার
Mamata Banerjee: মুখ্যমন্ত্রী বললেন, 'এটা কি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা সরকার কিংবা কোনও পার্টির তরফে অনুমোদিত কোনও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? যদি এটি কোনও দলের অনুমোদিত হয়, তাহলে এর কোনও মূল্য নেই। ভ্যালুলেস, বেসলেস, কেসলেস।'
কলকাতা: রাজ্যে সাম্প্রতিক অশান্তির পরিস্থিতির পর ফ্যাক্ট ফাইন্ডিং টিম (Fact Finding Team) এসেছে বাংলায়। এবার সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম খায় না মাথায় দেয়? এরা কাঁচালঙ্কা? না লবডঙ্কা?’ প্রশ্ন মমতার। সোমবার বিকেলে নবান্নের সামনে একটি মঞ্চ থেকে অত্যাধুনিক ৩০টি অ্যাম্বুলেন্সের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন। ফ্যাক্ট ফাইন্ডিং টিম নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বললেন, ‘এটা কি সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বা সরকার কিংবা কোনও পার্টির তরফে অনুমোদিত কোনও ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? যদি এটি কোনও দলের অনুমোদিত হয়, তাহলে এর কোনও মূল্য নেই। ভ্যালুলেস, বেসলেস, কেসলেস।’
প্রসঙ্গত, কিছুদিন আগে হাওড়া ও রিষড়ায় বিক্ষিপ্ত কিছু গোলমালের ঘটনা ঘটেছিল। সেই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি আসরে নেমেছিল পুলিশ। রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বয়ং উত্তরবঙ্গের সফর কাটছাঁট করে কলকাতায় ফিরে এসেছিলেন। বিমানবন্দর থেকে সোজা পৌঁছে গিয়েছিলেন রিষড়ায়। হাওড়া ও রিষড়ার সেই পরিস্থিতি এখন আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। মানুষজন আবার রাস্তায় বেরোচ্ছে। দোকানপাট খুলছে। সব আবার স্বাভাবিক ছন্দে ফিরেছে। এরই মধ্যে রাজ্যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসে পৌঁছেছে।
গত কয়েকদিনে রাজ্যে বার বার বাধার মুখে পড়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। রাজ্যে ঘুরে বেরিয়েছেন দিল্লি থেকে আসা ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি অন হিউমান রাইটস ভায়োলেশনের’-এর সদস্যরা। পুলিশি বাধার মুখে পড়ে সুর চড়িয়েছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। বলেছিলেন, এই ঘটনার এনআইএ দিয়ে তদন্ত করানো উচিত।
এবার সেই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। বুঝিয়ে দিলেন, এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না তিনি। রাজ্যে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের গ্রহণযোগ্যতা কী রয়েছে, তা নিয়েও প্রশ্ন মমতার।