Mamata Banerjee: ‘আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না, আমার জিভ লকলক করে’, কল্যাণের ভাষণে ‘স্মৃতিমেদুর’ মমতা
Mamata Banerjee: এ দিন মঞ্চ থেকে বিরোধীদের হাত গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : নেতাজি ইন্ডোরের সমাবেশ থেকে কড়া ভাষায় বিরোধীদের জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘হাত কেটে নেওয়া’র বদলায় কার্যত ‘হাত গুঁড়িয়ে’ দেওয়ার কথা বলেছেন তিনি। আর সেই বক্তব্য প্রসঙ্গে মমতা বললেন, ‘কল্যাণ নিজের মতো বলেছে।’ শুধু তাই নয়, মমতার দাবি, কল্যাণের বক্তব্য শুনে তাঁর ‘জিভ লকলক করে’, কারণ তিনি ওই ভাষায় কথা বলতে পারেন না।
কল্যাণের পর মমতা বক্তব্য পেশ করতে গিয়ে মমতা বলেন, ‘কল্যাণের বক্তব্য আমাকে পুরনো অনেক কথা মনে করিয়ে দিল।’ মূলত বাম শাসন কী ভাবে শেষ করেছিলেন, সেই সময়কার ভাষণের স্মৃতিচারণ করেন মমতা।
পরে বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বলেন, ‘আমাকে ধমকালে, আমি চমকাই, আমাকে চমকালে আমি গর্জাই। সেই কথার রেশ টেনেই তৃণমূল সুপ্রিমো আরও বলেন, ‘কত বড় বড় সব নেতা… কল্যাণ কল্যাণের ভাষায় বলেছে। আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না, আমার জিভ লকলক করে। বর্ণপরিচয় কী জানে না, বাবুরা হাত কাটছে- পা কাটছে- ওরা জানেন না কেটে দিয়ে রাজনীতি করে না, ছেটে দিতে হয়।’
কী বলেছেন কল্যাণ?
কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে শীর্ষ নেতৃত্বের সম্পর্ক নিয়ে নানা সময়ে জল্পনা তৈরি হলেও, এ দিন সভা মঞ্চ থেকে বিরোধীদের বেশ স্বতঃস্ফূর্তভাবেই আক্রমণ করতে দেখা গেল কল্যাণকে। চাঁচাছোলা ভাষায় তিনি বললেন, ‘আমরা কোনও কর্মীর গায়ে হাত পড়লে, আমিও লড়ে নেব, আমি ছাড়ব না।’
বিরোধীদের কড়া ভাষায় বার্তা দিয়ে তিনি বলেন, ‘দিদি বলেছে ভাল করে থাকতে, শান্ত হয়ে থাকতে তাই শান্ত হয়ে রয়েছি। দিদি বলেছে, বদলা নয় বদল চাই তাই চুপ করে রয়েছি। কিন্তু কোনও বিজেপির লোক হাত তোলার আগে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখি।’