
কলকাতা: মতুয়াগড়ে সব প্রস্তুতি শেষ। মুখ্যমন্ত্রী আসছেন। তৈরি মঞ্চ। পদযাত্রা করার রাস্তায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা। কিন্তু শেষ মুহূর্তে সফরসূচিতে বদল করতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে যেতে পারলেন না। যেতে হল সড়কপথে। সূত্রের খবর, হেলিকপ্টারের বিমা বা ইনস্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এদিন হেলিকপ্টার ওড়ানো সম্ভব হয়নি।
সূত্রের খবর, শেষ মুহূর্তে এভাবে সফরসূচি বদল হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। কেন এমন পরিস্থিতি তৈরি হল, সেই ব্যাখ্যাও দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানিয়েছেন, যে সংস্থাকে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই সংস্থাকে ইতিমধ্যেই শোকজ করা হয়েছে।
পরিবহনমন্ত্রী জানিয়েছেন, যে সংস্থাকে হেলিকপ্টার দেওয়া ও রক্ষণাবেক্ষণের বরাত দেওয়া হয়েছিল, সেই সংস্থারই এই বিমা করিয়ে রাখা উচিত ছিল। লন্ডনের এক সংস্থা থেকে এই বিমা করানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। কিন্তু লন্ডনের সঙ্গে সময়ের ফারাক থাকায় আজ, মঙ্গলবার বিকেল ৩টের আগে বিমা করানো যাবে না। তাই এই বিভ্রাট বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি আরও জানিয়েছেন, ওই সংস্থা যাতে সমস্যা হলে বিকল্প হেলিকপ্টার দেওয়া হয়, সেরকমই চুক্তি করা আছে। ওই সংস্থাকে এই শর্তেই বরাত দেওয়া হয়েছিল। কিন্তু এভাবে সময়ে হেলিকপ্টার ওড়ানো গেল না কেন, সেই প্রশ্ন তুলে শোকজ করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে।
এদিকে, মতুয়াগড়ে আজ গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর প্রক্রিয়া চলাকালীন মমতার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসআইআর-এ বিরোধিতায় তিনি কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে আছে মতুয়াগড়। তবে ঠাকুরবাড়িতে যাবেন না তিনি।