Mamata Banerjee in Bongaon: পদ আঁকড়ে ‘ব্রাত্য’ গোপাল শেঠ! ডাক পেলেন না মমতার সভায়
TMC Inner Clash: এবার বনগাঁয় মিছিল করবেন তিনি। সোমবার আনুমানিক দুপুর ১টা থেকে ২টোর মধ্যে সেখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। প্রথমে ত্রিকোণ পার্কে সভা। তার পর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা। তবে মুখ্যমন্ত্রীর এই ঠাসা কর্মসূচিতে জায়গা মেলেনি গোপাল শেঠের। দলের তরফে আমন্ত্রণ পাননি তিনি।

বনগাঁ: তৃণমূলের সাংগঠনিক স্তরে রদবদলের আবহ। সাম্প্রতিককালে একাধিক পুরসভা চেয়ারম্য়ানের বিরুদ্ধে পদত্যাগের নির্দেশ জারি করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কেউ শুনেছেন, কেউ শোনেননি। আর নির্দেশ অমান্যর প্রসঙ্গ উঠতেই সেই তালিকায় জ্বলজ্বলে নাম গোপাল শেঠ। দলে থেকেও আজ ব্রাত্য তিনি। পদ আঁকড়ে থাকতে গিয়ে হাতছাড়া আমন্ত্রণ।
রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের প্রতিবাদে আবার পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এবার বনগাঁয় মিছিল করবেন তিনি। সোমবার আনুমানিক দুপুর ১টা থেকে ২টোর মধ্যে সেখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী। প্রথমে ত্রিকোণ পার্কে সভা। তার পর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা। তবে মুখ্যমন্ত্রীর এই ঠাসা কর্মসূচিতে জায়গা মেলেনি গোপাল শেঠের। দলের তরফে আমন্ত্রণ পাননি তিনি।
গোপাল শেঠ বনগাঁ পুরসভার চেয়ারম্য়ান। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা। সেই মর্মে পুরসভার এগজ়িকিউটিভ অফিসারকে একটি চিঠিও পাঠিয়ে ছিলেন তাঁরা। যাতে সই করেছিলেন মোট ৯ জন কাউন্সিলর। শুধু তাই নয়, নভেম্বরের শুরুর দিকেই গোপাল শেঠকে চেয়ারম্য়ানের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিল দলের শীর্ষ নেতৃত্ব। এমনকি, ইস্তফার জন্য ডেডলাইনও বেঁধে দেয় দল। কিন্তু সেই বেঁধে দেওয়া সময় পেরিয়ে গেলেও কোনও উচ্চবাচ্য করেন না গোপাল শেঠ। উল্টে অসুস্থতাকে আধার করে ছুটি নিয়ে নেন তিনি।
পেলেন না ডাক
এবার পদ আঁকড়ে থাকার কারণেই কি শাস্তির মুখে পড়লেন গোপাল শেঠ? মঙ্গলবার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘দলের তরফে তাঁকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। তাই আমরাও তাঁকে আমন্ত্রণ জানাইনি। তবে এটা ভাবার কিছুই নেই যে বনগাঁয় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। এই মাটি থেকেই আমরা বিজেপিকে পরাজিত করব।’
