মমতার ওপর হামলা হয়নি, রিপোর্ট দেখে জানিয়ে দিল কমিশন

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগার ঘটনা (Mamata Banerjee Injured In Nandigram) নিছক দুর্ঘটনা। দুই পর্যবেক্ষকের রিপোর্ট হাতে পাওয়ার পর জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)।

মমতার ওপর হামলা হয়নি, রিপোর্ট দেখে জানিয়ে দিল কমিশন
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 14, 2021 | 3:54 PM

কলকাতা: কোনও হামলা হয়নি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগার ঘটনা (Mamata Banerjee Injured In Nandigram) নিছক দুর্ঘটনা। দুই পর্যবেক্ষকের রিপোর্ট হাতে পাওয়ার পর জানিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)।

রিপোর্টের ভিত্তিতে কমিশনের তরফে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে কোনও ধরনের হামলা হয়েছে. তার প্রমাণ মেলেনি। উল্লেখ্য, বুধবার নন্দীগ্রামে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। গোড়ালি ও পায়ের পাতায় আঘাত লাগে তাঁর। ঘটনার ষড়যন্ত্রের অভিযোগ তোলেন তিনি।

নন্দীগ্রামের ঘটনা নিছকই দুর্ঘটনা? না গভীর ষড়যন্ত্র? সেসব নিয়ে ভোটের মুখে স্বাভাবিকভাবেই শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর। সূত্রে খুঁজতে মেদিনীপুরে যান কমিশনের বিশেষ দুই পর্যবেক্ষক। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশাপাশি তৃণমূল ও বিজেপির প্রতিনিধি দলের সঙ্গেও কথা বলেন তাঁরা।

আরও পড়ুন: বড় ‘খিলাড়ি’ লালা! কয়লাকাণ্ডে তদন্তে নেমে চোখ কপালে উঠছে সিবিআইয়ের

এর আগে এই ঘটনায় গত শুক্রবার কমিশনকে রিপোর্ট পাঠিয়েছিলেন মুখ্যসচিব। কিন্তু সূত্রের খবর, আরও কিছু তথ্য জানতে চেয়ে ফের নবান্নকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছিল নির্বাচন কমিশন। শনিবার ফের সেই রিপোর্ট জমা পড়েছে কমিশনে। এরপরই নিজের অবস্থান স্পষ্ট করে কমিশন। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হয়নি, তার কোনও প্রমাণ মেলেনি।