CM Mamata Banerjee: চৈতন্যদেবের উত্তরাধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়: ঋতব্রত

Chaitanyadev: মঙ্গলবার বনগাঁ ১২-র পল্লী লোকনাথ মন্দিরের উদ্যোগে লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে নগর কীর্তন ছিল। সেই নগর কীর্তনে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা ঠাকুর, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য অতিথিরা। সেখানেই এ কথা বলতে দেখা যায় ঋতব্রতকে।

CM Mamata Banerjee: চৈতন্যদেবের উত্তরাধিকারী এখন মমতা বন্দ্যোপাধ্যায়: ঋতব্রত
কী বলছেন ঋতব্রত? Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Aug 26, 2025 | 6:30 PM

বনগাঁ ও কলকাতা: চৈতন্যদেবের কোনও উত্তরাধিকারী বাংলায় যদি থেকে থাকেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেইশ সালের ডিসেম্বরে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের খাল বিল চুনো মাছ পিঠে পুলি ও প্রাণীপালন উৎসবে এসে মঙ্গলবার বিকালে ঠিক এ কথাই বললেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। এবার যেন একই রাস্তায় হাঁটতে দেখা গেল তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সাফ বললেন, চৈতন্যদেবের উত্তরাধিকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়েই এখন রাজনৈতিক আঙিনায় পক্ষে বিপক্ষে উঠে আসছে নানা মতামত। তুলোধনা করতে ছাড়ছে না বিজেপি। 

মঙ্গলবার বনগাঁ ১২-র পল্লী লোকনাথ মন্দিরের উদ্যোগে লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে নগর কীর্তন ছিল। সেই নগর কীর্তনে যোগ দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা ঠাকুর, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য অতিথিরা। সেখানেই এ কথা বলতে দেখা যায় ঋতব্রতকে। তিনি বলেন, “এক জ্যোতির্ময় বাঙালি চৈতন্য দেব। তিনি গোটা ভারতবর্ষকে দেখিয়েছেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে কীভাবে গোটা দেশকে ঐক্যবদ্ধ করা যায়। চৈতন্যের উত্তরাধিকারী বাঙালির উত্তরাধিকারী। চৈতন্যের উত্তরাধিকার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।”    

তাঁর এ মন্তব্য নিয়েই এখন রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর। খানিক বিস্ময় প্রকাশ করে বলেন, “এই নামগুলোর সঙ্গে আমাদের ভাবাবেগ রয়েছে আমাদের।” বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য খানিক খোঁচা দিয়ে বলেন, “ও নির্মল মাঝির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছে। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সারদা দেবীকে দেখতে পেয়ছিলেন, এ চৈতন্যদেবকে দেখতে পেয়েছে। আমি ওর ভবিষ্যত খুব ভাল দেখছি।”