
কলকাতা: ফের একবার নতুন করে পরীক্ষায় বসতে চাননি চাকরিহারারা। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনও ভাবেই অমান্য করা হবে না, তা মঙ্গলবার স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও জানান, রাজ্য সরকার দু’টি অপশন খোলা রেখেছে। এমনকী, চাকরিহারাদের পরীক্ষায় বসার জন্যও অনুরোধ করেন মমতা। বলেন, “সুপ্রিম আদেশ অনুযায়ী অপশন ১ কাজে লাগান। অপশন ২-টাও কাজে লাগান। অ্যাপ্লিকেশন ফেলে রাখুন। পরীক্ষা দিন…।” আজ মুখ্যমন্ত্রী পরিষ্কার করে জানিয়ে দেন, কত শূন্যপদ রয়েছে আর কত অতিরিক্ত শূন্যপদ তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী কথা অনুযায়ী, চাকরিহারা এবং নতুন পদ তৈরি করে মোট শূন্যপদ ৪৪,২০৩।
নবম এবং দশম শ্রেণির জন্য শূন্যপদ–২৩,২১২
একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য ১২,৫১৪
গ্রুপ সি– ২,৯৮৯
গ্রুপ ডি–৫,৪৮৮
এ দিন তিনি বলেন, “আরও কিছু পোস্ট খালি করেছি। সেই পদগুলির মধ্যে…”
মমতার ঘোষণা অনুযায়ী, নবম এবং দশম শ্রেণীর জন্য অতিরিক্ত শূন্যপদ– ১১,৫১৭
একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য তৈরি পদ—- ৬,৯১২
গ্রুপ সি-র জন্য অতিরিক্ত শূন্যপদ– ৫৭১
গ্রুপ ডি-র জন্য অতিরিক্ত শূন্যপদ– ১০০০
সুপ্রিম নির্দেশে চাকরি চলে যাওয়ার পর থেকেই একাংশ চাকরিহারাদের দাবি ছিল, তাঁদের বয়স পেরিয়ে গিয়েছে। কীভাবে তাঁরা আবার পরীক্ষা দিয়ে চাকরিতে বসতে পারেন? এই জল্পনার আজ অবসান ঘটান মমতা। তিনি আশ্বস্ত করেন বয়স উর্ধবসীমা পেরলেও তাঁদের ক্ষেত্রে বিবেচনা করা হবে। তিনি বলেন, “বয়স পেরিয়ে গিয়েছে এরকম প্রার্থীদের age relaxation করা হবে। যাঁরা কাজ করেছেন এতদিন তাঁদের অভিজ্ঞতার দাম দেওয়া হবে।”