বঙ্গভঙ্গের কোনও প্রচেষ্টা বরদাস্ত নয়, প্রয়োজনে কড়া পদক্ষেপ, প্রশাসনকে বার্তা মমতার

ঋদ্ধীশ দত্ত |

Jun 23, 2021 | 8:24 PM

বাংলার মানচিত্রে কোনও বদল আনার প্রচেষ্টা মেনে নেবেন না তিনি। বিষয়টি নিয়ে বুধবার উত্তরবঙ্গের সকল পুলিশ সুপার ও জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা।

বঙ্গভঙ্গের কোনও প্রচেষ্টা বরদাস্ত নয়, প্রয়োজনে কড়া পদক্ষেপ, প্রশাসনকে বার্তা মমতার
ছবি- ফেসবুক

Follow Us

কলকাতা: নতুন করে বঙ্গভঙ্গের চেষ্টা কোনও ভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার। এই নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বুধবার ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় কড়ভাবে জানিয়ে দেন, বাংলার মানচিত্রে কোনও বদল আনার প্রচেষ্টা মেনে নেবেন না তিনি। বিষয়টি নিয়ে বুধবার উত্তরবঙ্গের সকল পুলিশ সুপার ও জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা।

বিগত কয়েকদিন যাবৎ কেন্দ্রশাসিত উত্তরবঙ্গের দাবিতে সুর চড়িয়েছেন বিজেপি সাংসদ জন বার্লা। তাঁর সুরে সুর মিলিয়ে একই দাবি তুলতে শুরু করেছেন একাধিক বিজেপি বিধায়ক। তালিকায় মাটিগাড়া নকশালবাড়ি এবং নাটাবাড়ির বিধায়ক রয়েছেন। দুজনেই জন বার্লার এই দাবিকে সমর্থন জানিয়েছেন। কিন্তু দাবির জেরে নতুন করে উত্তরবঙ্গের আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি হবে না তো? এই আশঙ্কা থেকেই বুধবার এক ভিডিয়ো কনফারেন্সে প্রশাসনিক পর্যালোচনা করার সময় উত্তরবঙ্গের প্রশাসনিক কর্তাদের বড় নির্দেশ দেন মমতা।

আরও পড়ুন: মিমির অভিযোগের আগেই এফআইআর! তারপরও অবাধ বিচরণ দেবাঞ্জনের, প্রশ্নের মুখে প্রশাসন

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী কঠোরভাবে জানিয়ে দিয়েছেন, উত্তরবঙ্গকে ভাগ করার জন্য পৃথক আন্দোলন যেভাবে মাথাচাড়া দিতে শুরু করেছে তা কোনও মতেই বরদাস্ত করবে না প্রশাসন। সূত্রের খবর, এ দিনের বৈঠকে মমতা এসপি ও ডিএম-দের বলেন, গোটা বিষয়টির উপর আপনারা নজর রাখুন। প্রয়োজনে কড়া ব্যবস্থা ব্যবস্থা নিতে হবে। কোথাও কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নজরে এলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই নিয়ে কোনও ধরনের আন্দোলন রাজ্য সরকার মেনে নেবে না বলেই জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর মাথা থেকে আবিষ্কার হয়েছে কোভ্যাক্সিন’, আন্তর্জাতিক স্বীকৃতি চান মমতা

Next Article