Mamata on Modi: ‘বিরোধীরা দেশের স্বার্থে গলা ফাটাচ্ছে, আর আপনি…’, অপারেশন সিঁদুর প্রসঙ্গে মোদীকে প্রশ্ন মমতার

Mamata Banerjee to Modi: মমতা উল্লেখ করেন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় বিদেশে গিয়ে প্রতিদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছেন। মমতার বক্তব্য, অপারেশনের ক্ষেত্রে একমাত্র কৃতিত্বের দাবিদার সেনাবাহিনী। 

Mamata on Modi: বিরোধীরা দেশের স্বার্থে গলা ফাটাচ্ছে, আর আপনি..., অপারেশন সিঁদুর প্রসঙ্গে মোদীকে প্রশ্ন মমতার

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 29, 2025 | 5:14 PM

কলকাতা: ‘দেশের স্বার্থে বিরোধীরা বিদেশে প্রচারে গিয়েছেন, আর আপনি সেই বিরোধীদেরই নিশানা করছেন?’, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের পাল্টা জবাব এই ভাষাতেই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রচার করছে বলেও মন্তব্য করেন মমতা। মমতার স্পষ্ট বক্তব্য, “দেশকে সম্মান করি। কিন্তু আত্মসম্মান বিকিয়ে দেব না।”

আজ, বৃহস্পতিবার আলিপুরদুয়ারে বিজেপির সভায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। সরব হন দুর্নীতি ইস্যুতে। তাঁর ওই বক্তব্যের পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, “সময়টা ঠিক হয়নি। যখন বিরোধী দলের প্রতিনিধিরাও হাজির হচ্ছেন বিভিন্ন দেশে। গলা চড়াচ্ছেন দেশের হয়ে, তখন আপনি রাজনৈতিক রঙ চড়াচ্ছেন।”

মমতা উল্লেখ করেন, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় বিদেশে গিয়ে প্রতিদিন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলছেন। মমতার বক্তব্য, অপারেশনের ক্ষেত্রে একমাত্র কৃতিত্বের দাবিদার সেনাবাহিনী।

বৈসনের হামলার অভিযুক্তরা কেন ধরা পড়ল না সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের দেশকে কেউ আক্রমণ না করলে আমিও কোনও যুদ্ধ চাই না। কিন্তু এখনও পর্যন্ত ওই জঙ্গিদের কেন গ্রেফতার করতে পারলেন না? আজ পর্যন্ত কি ধরতে পেরেছেন? আমেরিকা বললে এক মিনিটে চুপ করে যান, আর বড় বড় কথা বলেন?”