Mamata Banerjee: ইদ, বাসন্তী পুজোর জন্য বিদেশ সফর কাটছাঁট, দ্রুত ফিরে আসছেন মমতা

Deeksha Bhuiyan | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 20, 2025 | 3:23 PM

Mamata Banerjee: ২৮ তারিখে কলকাতায় ফিরবেন মমতা। আরও একটি দেশে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী। ইদ ও বাসন্তী পুজোর জন্য সেই সফর বাতিল করেছেন তিনি।

Mamata Banerjee: ইদ, বাসন্তী পুজোর জন্য বিদেশ সফর কাটছাঁট, দ্রুত ফিরে আসছেন মমতা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আমন্ত্রণ পেয়ে বিদেশ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু সেই সফর কাটছাঁট করতে হচ্ছে তাঁকে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সে কথাই জানালেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইদ ও বাসন্তী পুজোর জন্য দ্রুত ফিরে আসতে হবে তাঁকে। এবারের বিদেশ সফক খুব বেশিদিনের নয় বলেই জানিয়েছেন তিনি।

মমতা জানিয়েছেন, চারদিনের মধ্যে ২৪ মার্চ ভারতীয় দূতাবাসের প্রোগাম রয়েছে, ২৫ মার্চ বিজিবিএস-এর প্রোগ্রাম, ২৬ তারিখ জিটুজি ও ২৭ মার্চ অক্সফোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়ে যাবেন তিনি। ২৮ তারিখে কলকাতায় ফিরবেন মমতা। আরও একটি দেশে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী। ইদ ও বাসন্তী পুজোর জন্য সেই সফর বাতিল করেছেন তিনি। লন্ডনের পাশাপাশি জাপান এবং পোল‍্যান্ডেও আমন্ত্রণ ছিল বলে জানিয়েছেন মমতা। তিনি বলেন, ‘সেগুলো পরে যাব।’

সাংবাদিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হয়। ইদ ও বাসন্তী পুজোর পাশাপাশি রামনবমীতে নিরাপত্তা নিয়ে কী ব্যবস্থা করা হচ্ছে, সেই প্রশ্ন করা হয় মমতাকে। এ কথা শুনে মমতা বলেন, ‘এই সব প্রশ্ন করবেন না।’ এই রাজ্য়ে ইদ, বাসন্তী পুজো, রামনবমী, পয়লা বৈশাখ- সব অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হবে বলে উল্লেখ করেছেন তিনি।