AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: ‘ভিআইপি কালচার চলবে না’, বড় বার্তা মমতার

Mamata Banerjee: ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। ১২ জানুয়ারি মেলায় পৌঁছে যাবেন মন্ত্রীরা। সাড়ে তিন হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দিয়ে পাঠানো হবে। পুণ্যার্থীদের হাতে রিস্ট ব্যান্ড এবং আইডি কার্ড দেওয়া হবে। সব পুণ‍্যার্থীদের ইনস্যুরেন্স থাকবে। ড্রোন-সিসিটিভিতে নজরদারি চলবে।

Nabanna: 'ভিআইপি কালচার চলবে না', বড় বার্তা মমতার
Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 15, 2025 | 7:34 PM
Share

কলকাতা: সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল গঙ্গাসাগর মেলা নিয়েই বৈঠক হওয়ার কথা ছিল এদিন। আর সেই বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকেই ‘ভিআইপি কালচার’ নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। বৈঠকে জনস্বাস্থ্য, সুন্দরবন উন্নয়ন, পূর্ত, পরিবহন, বিদ্যুৎ, খাদ্য, দমকল, পরিবেশ ও বিপর্যয় মোকাবিলা দফতরের পদাধিকারীরাও উপস্থিত ছিলেন।

আগামী বছরের শুরুতেই, জানুয়ারি মাসে সংক্রান্তির দিন প্রতিবারের মতো এবারও গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে। সেই নিয়েই ছিল বৈঠক। সূত্রের খবর, এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার বার্তা দিয়েছেন, “কোনও ভিআইপি কালচার চলবে না। ভিআইপি-দের জন্য যেন সাধারণ পুণ্যার্থীদের কোনওরকম সমস্যা না হয়।”

ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। ১২ জানুয়ারি মেলায় পৌঁছে যাবেন মন্ত্রীরা। সাড়ে তিন হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দিয়ে পাঠানো হবে। পুণ্যার্থীদের হাতে রিস্ট ব্যান্ড এবং আইডি কার্ড দেওয়া হবে। সব পুণ‍্যার্থীদের ইনস্যুরেন্স থাকবে। ড্রোন-সিসিটিভিতে নজরদারি চলবে। ২৫০০ বাস যাবে সাগরে। ২৫০টি লঞ্চ ও ২১ টি জেটির ব্যবস্থা থাকছে।

আরও জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৪ কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন। প্রায় ১৭ কোটি টাকা খরচ করে তৈরি হবে সেই সেতু। গঙ্গাসাগর মেলা পরিদর্শনের দিন সেতুর শিলান্যাস করবেন তিনি। গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথ সুগম করতে মুড়িগঙ্গা নদীর উপর একটি নতুন সেতু নির্মাণ করা হচ্ছে, যা মূল ভূখণ্ড (কাকদ্বীপ) থেকে সাগরদ্বীপকে সরাসরি যুক্ত করবে এবং গাড়ি নিয়ে সরাসরি যাওয়া যাবে। এই সেতুটি নির্মাণাধীন এবং এটি গঙ্গাসাগর মেলার তীর্থযাত্রীদের দীর্ঘদিনের দুর্গম পথযাত্রাকে সহজ করবে, যা বর্তমানে ফেরি বা পন্টুন ব্রিজের উপর নির্ভরশীল। তাই সেই সেতুর কাজ মুখ্যমন্ত্রী দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।