Cm mamata Banerjee: পহেলগাঁও হামলায় নিহত বিতানের মা-বাবাকে কালীপুজোর প্রসাদ পাঠালেন মমতা

Mamata Banerjee: সোমবারের পর মঙ্গলবারও বাড়ি পুজোয় ব্যস্ত ছিলেন মমতা। দধিকর্মা-র অনুষ্ঠানে থাকলেন ব্যস্ত। সোমবার পুজোর অনুষ্ঠানের তদারকির মতো এদিন বিকেলেও থাকলেন ব্যস্ত অতিথি আপ্যায়নে। ছিলেন অরুপ বিশ্বাস,ইন্দ্রনীল সেন,সুজিত বসু,জুন মালিয়া,রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মন্ত্রী-সাংসদরা।

Cm mamata Banerjee: পহেলগাঁও হামলায় নিহত বিতানের মা-বাবাকে কালীপুজোর প্রসাদ পাঠালেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook and X handle

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 21, 2025 | 7:57 PM

কলকাতা: প্রত্যেক বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে ধুম-ধামের সঙ্গে কালীপুজো হয়। প্রচুর মানুষের সমাগম হয়। গতকাল অর্থাৎ সোমবারও তার অন্যথা হয়নি। পুজো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ মঙ্গলবার প্রস্তুতি শুরু হয়েছে কালীর নিরঞ্জনের। এর মধ্যেই একটু সময় বের করে পহেলগাঁও-কাণ্ডে নিহত বিতান অধিকারীর বাবা-মাকে প্রসাদ পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবারের পর মঙ্গলবারও বাড়ি পুজোয় ব্যস্ত ছিলেন মমতা। দধিকর্মা-র অনুষ্ঠানে থাকলেন ব্যস্ত। সোমবার পুজোর অনুষ্ঠানের তদারকির মতো এদিন বিকেলেও থাকলেন ব্যস্ত অতিথি আপ্যায়নে। ছিলেন অরুপ বিশ্বাস,ইন্দ্রনীল সেন,সুজিত বসু,জুন মালিয়া,রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো মন্ত্রী-সাংসদরা। এরপর সন্ধ্যাবেলায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দেন অভিষেক বন্দোপাধ্যায়। আজ আবার ডায়মন্ড হারবারের সাংসদ গিয়েছিলেন নৈহাটিতে বড়মার মন্দিরে। সেখানে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। পুজোর পর তিনি আবার ফিরে আসেন কালীঘাটে। এরপর আজ পহেলগাও কান্ডে নিহত বিতান অধিকারীর বাবা-মা’কেও প্রসাদ পাঠান মুখ্যমন্ত্রী।

বস্তুত, সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোয় দেখা গেল মন্ত্রী, আমলা, পুলিশ কর্তা, বিধায়ক ও কাউন্সিলরদের। লেক কালীবাড়িতে পুজো দেওয়ার পর মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁকেও পুষ্পাঞ্জলি দিতে দেখা যায়। একই সঙ্গে ছিলেন অভিষেকের কন্যাও।

সম্প্রতি, কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গী হামলায় মৃত্যু হয় একাধিক পর্যটকের। মৃতদের পরিবারের অনেকেই দাবি জানিয়েছিলেন, বেছে-বেছে হিন্দুদের খুন করে জঙ্গীরা। সেই ঘটনায় প্রাণ হারান বিতান অধিকারীও। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে ফ্লোরিডায় থাকতেন। তবে তাঁর বাড়ি বেহালায়। কাশ্মীরে ঘুরতে গিয়ে জঙ্গী হামলায় প্রাণ যায় তাঁর। সেই ঘটনার পর কম রাজনীতি হয়নি। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে প্রথম থেকেই বিতানের মা-বাবার পাশে দাঁড়াতে। একুশে জুলাইয়ের মঞ্চেও গিয়েছিলেন বিতানের বৃদ্ধ বাবা-মা। এবার তাঁদেরই প্রসাদ পাঠালেন মমতা।