AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: বিয়ের দুপুরেই দিলীপকে খামে ভরে চিঠি পাঠালেন মমতা

Dilip Ghosh: শুক্রবার রাজ্য রাজনীতিতে একটাই খবর। দিলীপ ঘোষের বিয়ে। শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। বিজেপির মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে তাঁর বিয়ে হচ্ছে।

Dilip Ghosh: বিয়ের দুপুরেই দিলীপকে খামে ভরে চিঠি পাঠালেন মমতা
| Edited By: | Updated on: Apr 18, 2025 | 4:57 PM
Share

কলকাতা: নিউ টাউনের ‘আইডিয়াল ভিলা’র চেহারাটাই আজ অন্যরকম। সকাল থেকে অন্য আমেজ। ভিলার গেট খুলে পরপর ভিতরে ঢুকছে গাড়ি। রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা একে একে নামছেন গাড়ি থেকে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন পাত্রী রিঙ্কু মজুমদারও। পাত্রীর মেক-আপ আর্টিস্টও হাজির। এরই মধ্যে দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছল মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা।

একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো, অন্যজন রাজ্যের বিরোধী দলের অন্যতম মুখ। বিভিন্ন ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানাতে কখনও লাগাম রাখেন না দিলীপ ঘোষ। সেই দিলীপের বাড়িতেই পৌঁছল খামে ভরা চিঠি ও ফুল।

শুক্রবার সন্ধ্যায় দিলীপের নিউ টাউনের বাড়িতে বসছে বিয়ের ঘরোয়া আসর। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষের বাড়িতে। সঙ্গে ফুলের তোড়া, আর খামে ভরা চিঠি। সেই চিঠিতে রয়েছে দিলীপ ঘোষের জন্য শুভেচ্ছাবার্তা।

এই বার্তা পেয়ে খুশি দিলীপ ঘোষ। ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি পশ্চিমবঙ্গের অভিভাবিকা। বয়সেও আমার থেকে বড়। ওঁর আশীর্বাদ চাই।” শুধু মমতা বন্দ্যোপাধ্য়ায় নন, শাসক দলের একাধিক নেতা-নেত্রীই শুভেচ্ছা জানিয়েছেন দিলীপকে। লোকসভা নির্বাচনে প্রতিপক্ষ হিসেবে লড়াই করা নেতা তথা তৃণমূল সাংসদ কীর্তি আজাদ নিজের বাসভবনে মিষ্টিও বিলি করেছেন। শুভেচ্ছা জানিয়েছেন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্যরা।