মির্জাপুরে ‘খেলা হবে’! মমতার টার্গেটে মোদীর বারাণসীও, ২১-এই চব্বিশের প্রস্তুতিতে শান

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 19, 2021 | 5:29 PM

Mamata Banerjee 21 July: একাধিক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদী-বিরোধী প্রধান নেত্রী হিসেবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তৃণমূল।

মির্জাপুরে খেলা হবে! মমতার টার্গেটে মোদীর বারাণসীও, ২১-এই চব্বিশের প্রস্তুতিতে শান
ফাইল ছবি

Follow Us

কলকাতা: মির্জাপুর। নামটা শুনলে প্রথমেই মনে পড়ে জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজের কথা। অপরাধের স্বর্গরাজ্য হিসেবে নেটাগরিকদের মনে পরিচয় পাওয়া সেই মির্জাপুরও আসন্ন ২১ জুলাইয়ের দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সাক্ষী থাকতে চলেছে। চমক আরও রয়েছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী, সেখানেও জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শহিদ দিবসের ভাষণের সরাসরি সম্প্রচার করা হবে। এমনটাই খবর তৃণমূল সূত্রে।

গত বছরের ন্যায়ে এ বছরও ২১ জুলাই শহিদ দিবসের ভার্চুয়াল আয়োজন করছে তৃণমূল। কিন্তু এ বছরের অনুষ্ঠানের গুরুত্ব নানা আঙ্গিকে আলাদা। বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেও বঙ্গে বিজয় ধ্বজা ওড়াতে পারেনি। আর বিধানসভা ভোটে রেকর্ড ব্যবধানে জয়ের পরই পরবর্তী টার্গেট সাফ করে দিয়েছে এ রাজ্যের শাসকদল। সেটা হল, দিল্লি থেকে নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করা। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই একাধিক রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোদী-বিরোধী প্রধান নেত্রী হিসেবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে তৃণমূল। দিল্লি-সহ একাধিক রাজ্যে মমতার ২১ জুলাইয়ের ভাষণের সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছে জায়ান্ট স্ক্রিন লাগিয়ে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, যোগী আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশের বেশ কয়েকটি জেলায় এই ভাষণ সম্প্রচারের আয়োজন করা হয়েছে। তালিকায় থাকছে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী, রাজধানী লখনউ, মির্জাপুর, আজমগঢ় এবং বরেলি। এই জেলাগুলিতে মোমবাতি জ্বালিয়ে ২১ জুলাইয়ের শহিদদের শ্রদ্ধা জানানো হবে। বিজেপি বিরোধী দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে সেখানে। ভুলে গেলে চলবে না, বিধানসভা নির্বাচনের প্রচারের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা গিয়েছিল, তিনি ২০২৪ সালে বারাণসীতে মোদীর বিরুদ্ধে লড়বেন। ফলে সেই পরিপ্রেক্ষিতে বারাণসীতেও এই কর্মসূচির আয়োজন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াবিবহাল মহল।

এর পাশাপাশি গুজরাটের ৩২ টি জেলাতেও ৫০ টি জায়ান্ট স্ক্রিন লাগিয়ে মমতার ভাষণ শোনানোর ব্যবস্থা করছে তৃণমূল কংগ্রেস। রাজধানীর কন্সটিটিউশন ক্লাবেও পালিত হবে শহিদ দিবস। উত্তর-পূর্বের অসম ও ত্রিপুরায় আয়োজন করা হচ্ছে শহিদ দিবস পালনের। সূত্রের খবর, অসমের গুয়াহাটি ও শিলচরে মমতার বক্তৃতা শোনানো হবে। অন্যদিকে, ত্রিপুরার আগরতলায় সাইকেল র‍্যালির আয়োজন করা হচ্ছে। ভাষণ শোনানো হবে কৈলাশনগর, ধর্মনগর, উদয়পুর, আমবাসা, আগরতলা শহরে। আরও পড়ুন: ইঁদুর সংকট! আড়াআড়ি বিভাজিত বঙ্গ বিজেপি

 

Next Article