Mamata Banerjee: ‘ম্যান মেড ক্রাইম’, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন মমতা

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 02, 2021 | 4:29 PM

Flood Situation : এর আগে কখনও এত জল ছাড়া হয়নি। এটা ম্যানমেড ক্রাইম। যেভাবে জল ছাড়া হয়েছে তা অপরাধ। কড়া ভাষায় কেন্দ্র ও ডিভিসিকে আক্রমণ মমতার।

Mamata Banerjee: ম্যান মেড ক্রাইম, প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন মমতা
ডিভিসিকে কড়া শাসানি মমতা বন্দ্যোপাধ্যায়ের (ফাইল ছবি)

Follow Us

কলকাতা: দক্ষিণ বঙ্গের বন্যা পরিস্থিতি (Flood situation) আরও খারাপ হচ্ছে। ডিভিসির (DVC) ছাড়া জলে প্লাবিত আটটি জেলা। সবমিলিয়ে প্রায় ৪ লাখ মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে বিভিন্ন ত্রাণ শিবিরগুলিতে এবং অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১ লাখ বাড়ি। আজ বন্যা দুর্গত এলাকাগুলি পরিদর্শনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তারপরই নবান্ন (Nabanna) ফিরে জরুরিকালীন উচ্চ পর্যায়ের বৈঠক করেন তিনি। বৈঠকে ছিলেন রাজ্যের শীর্ষ আমলারা।

আজ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে আজ আরও একবার কেন্দ্র এবং ডিভিসিকে দুষলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘যেভাবে এবারে জল ছাড়া হয়েছে, এটি একটি বড় অপরাধ। ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর দফায় দফায় জল ছেড়েছে ডিভিসি। ঝাড়খণ্ডের থেকে ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। দু’দিন মিলিয়ে প্রায় ১০ লাখ কিউসেকের উপর জল ছেড়েছে কেন্দ্র।’

এতবার জল ছাড়া নিয়ে বেজায় চটে রয়েছেন মুখ্যমন্ত্রী। ডিভিসির এভাবে ‘না জানিয়ে’ জল ছাড়া নিয়ে আজ আরও একবার রাজ্যের অবস্থান স্পষ্ট করে দেন তিনি। প্রয়োজনে যে রাজ্য ডিভিসির থেকে ক্ষতিপূরণ আদায় করে নেবে, তাও বুঝিয়ে দেন মমতা। বলেন, ‘এর আগে কখনও এত জল ছাড়া হয়নি। এটা ম্যানমেড ক্রাইম। যেভাবে জল ছাড়া হয়েছে তা অপরাধ। ডিভিসির ছাড়া জলে ৮ জেলা প্লাবিত। ড্রেসিং করলে বাংলার এই পরিণতি হত না। জলাধারগুলির সংস্কার করুক ডিভিসি। বছরে চার বার বন্যা হলে কী করব আমরা?’

এর পাশাপাশি এই জেলাগুলিতে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য রাজ্য সরকার যে একাধিক পদক্ষেপ আগে থেকেই করে রেখেছে, তাও জানান মমতা। রাজ্য সরকার ওই এলাকাগুলিতে বিগত সময়ে সাড়ে তিন লাখের উপর পুকুর কেটেছে। যাতে অতিরিক্ত জল ওই পুকুরগুলিতে গিয়ে জমা হয়। কিন্তু তার পরেও জেলাগুলি প্লাবিত।

একইসঙ্গে ঝাড়খণ্ডের ভূমিকাতেও যে মমতা খুব একটা সন্তুষ্ট নন, তাও আজ হাবে ভাবে বুঝিয়ে দেন মমতা। বলেন, “আপনারা আমাদের ঘাড়ের উপর নিশ্বাস ফেলবেন না। বাঁধগুলি সংস্কার করুন। জল ছেড়ে দিয়ে হাত-পা গুটিয়ে বসে থাকলে হবে না। প্রয়োজনে আলোচনা করুন।”

ডিভিসির এই ইস্যু নিয়ে দ্রুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন মমতা। বিশেষ করে পুজোর আগে জেলার পর জেলা এই ভাবে বানভাসি হওয়ার বেজায় অসন্তুষ্ট মমতা। বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে অনেক চিঠি লিখেছি। এর দায় ডিভিসিকে নিতে হবে। আমি নিজে চিঠি লিখব প্রধানমন্ত্রীকে। একটা রাজ্যকে কতবার ভাসাবে। পুজোর সময় লোকে আনন্দ করবে, নাকি গরু-ছাগল নিয়ে চিন্তা করবে। প্রধানমন্ত্রীকে আবেদন করব, বার বার যেন বাংলা বঞ্চিত না হয়। ডিভিসির ব্যাপারে কেন্দ্র ব্যবস্থা নিক। উৎসবের সময় বাংলার মানুষ দুঃখে আছে।’

আরও পড়ুন : Mamata Banerjee: ‘সব টাকা জলেই চলে যাচ্ছে…’ ডিভিসির কাছে ক্ষতিপূরণ চাইবেন মমতা!

Next Article