Messi in Kolkata: রণক্ষেত্র যুবভারতী! মেসির সঙ্গে সাক্ষাৎ হল না মমতার

Mamata Banerjee: এদিন যুবভারতীতে আসার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও। ফুটবল তারকা মেসির সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় ক্রীড়াঙ্গনে পৌঁছনোর আগেই নিজের কনভয়ের অভিমুখ ঘুরিয়ে নেন তিনি। ফিরে যান মমতা।

Messi in Kolkata: রণক্ষেত্র যুবভারতী! মেসির সঙ্গে সাক্ষাৎ হল না মমতার
যুবভারতীতে বিশৃঙ্খলা পরিস্থিতিImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Dec 13, 2025 | 5:22 PM

কলকাতা: কেউ বলছেন, ‘আমাদের টিকিটের টাকা ফেরত দিতে হবে’। কেউ অভিযোগ তুলছেন, ‘মেসিকে দেখতে পাইনি’। শনিবার যুবভারতীর ছবিটা ঠিক যে রকম হওয়ার কথা ছিল। তেমনটা হল না। মেসি এলেন, কিন্তু মিনিট ২০-২৫-এর মাথায় আবার চলেও গেলেন। মাঠে তৈরি হল বিশৃঙ্খলা, কেউ বোতল ছুড়ল, কেউ আবার ব্যারিকেড ভাঙল। পারদ যখন তুঙ্গে, সেই সময় যুবভারতীতে প্রবেশের আগেই নিজের কনভয়ের অভিমুখ ঘোরালেন মুখ্যমন্ত্রী।

শনিবার কলকাতায় এলেন মেসি। পাঁচ তারা হোটেলে গিয়ে তারকা ফুটবলারের সঙ্গে দেখা করে এসেছেন বলিউডের ‘কিং খান’। এরপর যুবভারতীতে পৌঁছে যান লিয়োনাল মেসি। গ্যালারি ভর্তি জনতা, মেসিকে দেখতে কেউ এসেছেন সুদূর মুম্বই থেকে কেউ বা এসেছেন আমেরিকা থেকে। কারওর চোখে জল, কেউ উত্তেজনায় পরিপূর্ণ। কিন্তু এই আহ্লাদ, আমোদ যেন কয়েক মিনিটের। অভিযোগ, যুবভারতীতে ঢোকা থেকেই লিয়োনেল মেসিকে ঘিরে রইলেন কর্তা-মন্ত্রীরা। মোটা টাকা দিয়ে টিকিট কেটে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পাওয়ার ক্ষোভ ছাপিয়ে গেল যুবভারতীক। কেউ বোতল ছুড়লেন, কেউ চেয়ার ছুড়লেন। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই ১১.৫২ মিনিট নাগাদ মেসিকে নিয়ে ক্রীড়াঙ্গনের বাইরে বেরিয়ে গেল কর্তৃপক্ষ। আরও ক্ষেপে উঠল জনতা। মাঠ গেল ক্ষিপ্ত জনতার দখলে।

এদিন যুবভারতীতে আসার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও। ফুটবল তারকা মেসির সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় ক্রীড়াঙ্গনে পৌঁছনোর আগেই নিজের কনভয়ের অভিমুখ ঘুরিয়ে নেন তিনি। ফিরে যান মমতা।

ঠিক কী কী অভিযোগ?

এদিন আগত দর্শকরা বলেন, ‘মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা কষ্টের টাকায় মেসিকে দেখতে এসেছিল, কিন্তু এটা কী হল? মন্ত্রী, বিশিষ্টরা শুধু ঘিরে ধরে থাকল তাঁকে।’ অভিযোগ উঠেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে ঘিরেও। ক্ষিপ্ত দর্শকদের দাবি, ‘সম্পূর্ণ অব্যবস্থাপনা। কাড়ি কাড়ি টাকা নিয়েছে, কিন্তু আমরা দেখতেই পাইনি। অরূপ বিশ্বাসই তো ওনাকে ঘিরে ধরে বসেছিলেন। আমরা কীভাবে দেখব?’