কলকাতা: এখনও খসড়া চূড়ান্ত না হওয়ায় ইস্তেহার প্রকাশ করতে পারল না তৃণমূল (TMC)। আগামী সপ্তাহে তা জনসমক্ষে আসতে পারে বলে জানা গিয়েছে সূত্র মারফত। দল সূত্রে খবর, ইস্তেহার হবে জনমুখী। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিছু বিষয় ইস্তেহারে যোগ করতে চান। তাই দেরি হচ্ছে বলেই জানা গিয়েছে। তৃণমূলের ইস্তেহার প্রকাশ হওয়ার কথা ছিল ১১ মার্চ। কিন্তু আগের দিন নন্দীগ্রামে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর চিকিৎসা হওয়ার পর দলীয় সূত্রে জানা গিয়েছিল, ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে প্রকাশিত হতে পারে তৃণমূলের ইস্তেহার। কিন্তু ১৪ মার্চ হুইলচেয়ারে গান্ধীমূর্তি থেকে হাজরা পর্যন্ত সুপ্রিমো মিছিল করলেও প্রকাশ হয়নি ইস্তেহার। বিশেষজ্ঞরা বলছেন, ইস্তেহার নিয়ে অনেক বেশি সতর্ক ঘাসফুল শিবির। তাই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বিষয় সংযুক্ত করতে চান।
সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তেহারে থাকতে পারে একগুচ্ছ নতুন চমক। থাকতে পারে বিনা পয়সায় রেশনের ঘোষণা। বিদ্য়ুতের বিলে ছাড় ও পরিকাঠামো উন্নয়নের ঘোষণা থাকতে পারে ঘাসফুলের ইস্তেহারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোট থাকলেও স্বয়ং সুপ্রিমো জানিয়েছেন, তিনি ভোটের আগে মানুষের সঙ্গে থাকতে চান। তাই প্লাস্টার করা পায়ে হুইলচেয়ারে বসেই পৌঁছে যাবেন একের পর এক জেলায়। সেই মতো পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মমতা। জেলা সফর সেরে আগামী বুধবার কলকাতায় ফিরবেন তিনি। একাধিক মহলে জল্পনা, সে দিনই প্রকাশ হতে পারে তৃণমূলের ইস্তেহার। প্রসঙ্গত, এখনও সংযুক্ত মোর্চা বা বিজেপি কেউই তাদের ইস্তেহার প্রকাশ করেনি।
আরও পড়ুন: টিকিট মেলেনি, ক্ষোভে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত শোভন-বৈশাখীর