TMC Meeting: ক্ষমা চেয়েছেন মদন, এবার ‘বেফাঁস’ বিধায়কদের কী পাঠ দেবেন মমতা

Mamata Banerjee: সম্প্রতি মদন মিত্র সহ একাধিক বিধায়কের মুখে শোনা গিয়েছে বেফাঁস মন্তব্য। শিরোনামে উঠে এসেছে সেই সব।

TMC Meeting: ক্ষমা চেয়েছেন মদন, এবার বেফাঁস বিধায়কদের কী পাঠ দেবেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমোImage Credit source: Facebook

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 04, 2025 | 9:00 AM

কলকাতা: দু’দিন আগে যিনি জোর গলায় একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন, রাতারাতি ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন মদন মিত্র। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে দলে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে একটি চিঠিও দিয়ে দিয়েছেন তিনি। আর তারপরই বিধায়কদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মমতা। বিধানসভাতেই বসবে সেই বৈঠক। দিনক্ষণও  জানিয়ে দেওয়া হয়েছে দলের তরফে। প্রশ্ন উঠছে, এবার কি দলের বিধায়কদের কোনও কড়া বার্তা দেবেন তিনি?

আগামী ১০ ফেব্রুয়ারি তৃণমূল পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। ওইদিন বেলা ১টায় বৈঠক হবে বিধানসভায়। সূত্রের খবর, সেখানে বিধায়কদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচরণ বিধি এবং দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে জোর দেওয়া হবে।

সম্প্রতি মদন মিত্র সহ একাধিক বিধায়কের মুখে শোনা গিয়েছে বেফাঁস মন্তব্য। শিরোনামে উঠে এসেছে সেই সব। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিধায়কদের এমন মন্তব্য যে খুব একটা ভাল বার্তা দিচ্ছে না, তা বিধায়কদের কথায় স্পষ্ট। শুধু তাই নয়, দলের কাছেও এই ধরনের মন্তব্য যথেষ্ট অস্বস্তিকর। তাই কি এবার আসরে নামতে চলেছেন খোদ মমতা?

সম্প্রতি কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছেন, তৃণমূলের জেলা কমিটির সদস্য হতে গেলে নাকি ১০ লক্ষ টাকা করে দিতে হয়। পরে সুব্রত বক্সীকে দেওয়া চিঠিতে মদন মিত্র লিখেছেন. “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মর্মাহত হয়েছেন। এর জন্য আমি লিখিতভাবে দুঃখপ্রকাশ করছি।”