কলকাতা: গতকাল বাংলা দেখেছে ‘হাইভোল্টেজ’ দিন। একই দিনে কলকাতায় রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলের সন্ধেয় শহরের রাজপথে রোড শো করেন মোদী। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত ছিল তাঁর যাত্রা। বুধবার মোদীর সেই যাত্রাপথেই পাল্টা রোড শো করার সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
জানা যাচ্ছে, এ দিন মমতা শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটে পর্যন্ত রোড-শো করবেন। মূলত, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই সভা করার কথা রয়েছে তাঁর। দুপুরের দিকে রোড-শো করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।
গতকাল বিজেপির তরফে যে ব্যারিকেড, ব্যানার রাস্তার দু’ধারে নির্মাণ করা হয়েছিল সেগুলি এখন খুলে ফেলা হচ্ছে। পাঁচ মাথার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের ব্যানার লাগানোর কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, উত্তর কলকাতায় রোড শো করার পাশাপাশি আরও দু’টি গুরুত্বপূর্ণ সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। এ দিন, তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেটিয়াবুরুজ বিধানসভায় সভা করবেন। এর পাশাপাশি নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায়ের সমর্থনে সভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো। কালীঘাট মোড়ে এই সভা হওয়ার কথা রয়েছে তাঁর।
প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রীর রোড-শো-তে ভিড় ছিল চোখে পড়ার মতো। রাস্তার শুধু রাস্তা কেন, রাস্তার দু’ধারে বাড়ির ঝুল বারান্দা থেকে শুরু করে, যে যেখানে জায়গা পেয়েছেন, দাঁড়িয়ে গিয়েছেন হাতে মোবাইল ফোন নিয়ে। প্রধানমন্ত্রীকে এক ঝলক ফ্রেমবন্দি করার আশায়। এরপর আজ আবার পাল্টা সভা রয়েছে মুখ্যমন্ত্রীরও। প্রধানমন্ত্রীর জনসমর্থনকে টেক্কা দিতেই এ দিন একই পন্থায় রোড-শো করবেন কি না তা নিয়েই আপাতত আলোচনা চলছে রাজনীতির অলিতে-গলিতে।