AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saltlake: আওয়াজ শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা, তারপর যা দেখলেন…

Saltlake death: ঠিক কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে এলাকায়। চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। আজ (শুক্রবার) মৃতদেহের ময়নাতদন্ত হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পাঁচু মণ্ডলের মৃত্যুর কারণ জানা যাবে।

Saltlake: আওয়াজ শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা, তারপর যা দেখলেন...
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 14, 2025 | 10:29 AM
Share

সল্টলেক: হঠাৎ একটা আওয়াজ। উপর থেকে কিছু যেন পড়ল। আর সেই শব্দ শুনেই দৌড়ে এলেন আশপাশের বাসিন্দারা। এসে যা দেখলেন, তাতে চমকে উঠলেন তাঁরা। দুটি বাড়ির মাঝে ফাঁকা জায়গায় পড়ে রয়েছেন মধ্য়বয়স্ক এক ব্যক্তি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ঘটনাটি সল্টলেকের সুকান্তনগরে। মৃতের নাম পাঁচু মণ্ডল। আবাসনের ছাদ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তিনি আত্মহত্যা করেছেন, নাকি ঘটনার পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সুকান্তনগরে যে আবাসনের নিচে পড়েছিলেন পাঁচু মণ্ডল, ওই আবাসনেই থাকতেন তিনি। একাই থাকতেন। তিনি পেশায় মৎস্যজীবী বলে জানা গিয়েছে। আশপাশের বাসিন্দারা তাঁর সম্পর্কে আর তেমন কোনও তথ্য জানাতে পারেননি। তাঁরা জানান, বৃহস্পতিবার রাত আটটা নাগাদ হঠাৎই ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান তাঁরা। কীসের শব্দ তা খতিয়ে দেখতে সবাই বেরিয়ে আসেন। তাঁরা এসে দেখেন, দুটি বাড়ির মাঝের ফাঁকা জায়গায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন পাঁচু মণ্ডল। দ্রুত তাঁকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঠিক কীভাবে তিনি ছাদ থেকে পড়ে গেলেন, তা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে এলাকায়। চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। আজ (শুক্রবার) মৃতদেহের ময়নাতদন্ত হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই পাঁচু মণ্ডলের মৃত্যুর কারণ জানা যাবে।